শিশু আয়ানের মৃত্যু: ক্ষতিপূরণ প্রশ্নে রুলের শুনানি ৫ মার্চ

প্রথম পাতা » প্রধান সংবাদ » শিশু আয়ানের মৃত্যু: ক্ষতিপূরণ প্রশ্নে রুলের শুনানি ৫ মার্চ
বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫



শিশু আয়ানের মৃত্যু: ক্ষতিপূরণ প্রশ্নে রুলের শুনানি ৫ মার্চ

রাজধানীর বাড্ডার সাতারকুলে ইউনাইটেড মেডিক্যাল কলেজ হাসপাতালে সুন্নতে খতনার অস্ত্রোপচারের পর শিশু আয়ান আহমেদের মৃত্যু হয়। এ ঘটনায় ক্ষতিপূরণ ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ প্রশ্নে জারি করা রুলের শুনানি হবে আগামী ৫ মার্চ।

বুধবার (২৯ জানুয়ারি) বিচারপতি ফারাহ মাহাবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী বেঞ্চ এ দিন নির্ধারণ করেন।

এর আগে খৎনা করাতে গিয়ে শিশু আয়ানের মৃত্যুতে সাঁতারকুল ইউনাইটেড মেডিকেলের দুই চিকিৎসকের দায় পেয়েছে তদন্ত কমিটি।

পরে দুই চিকিৎসক ও হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুপারিশ করে কমিটি। এছাড়া আয়ানের বাবা-মাকে ক্ষতিপূরণ দেয়ারও সুপারিশ করে তারা।

অনুমোদনহীন সকল হাসপাতাল, ক্লিনিক বন্ধ করতে সুপারিশ করে তদন্ত কমিটি।

আংশিক শুনানি শেষে আয়ানের বাবা শামীম আহমেদ সন্তানের মৃত্যুর ঘটনায় দুই চিকিৎসকের সর্বোচ্চ শাস্তি দাবি জানিয়েছেন।

২০২৩ সালের ৩১ ডিসেম্বর সুন্নতে খৎনা করানোর জন্য আয়ানকে সাঁতারকুল বাড্ডার ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান অভিভাবকরা। খৎনা শেষ হওয়ার পর আয়ানের জ্ঞান না ফেরায় তাকে সেখান থেকে পাঠানো হয় গুলশান-২ এর ইউনাইটেড হাসপাতালে।

সেখানে পিআইসিইউতে (শিশু নিবিড় পরিচর্যা কেন্দ্র) লাইফ সাপোর্টে রাখা হয় আয়ানকে। এর সাতদিন পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১:২৪:৫০   ১২৯ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ
উপদেষ্টা পরিষদে অধ্যাদেশের খসড়া অনুমোদন গুমের শাস্তি মৃত্যুদণ্ড
নোট অব ডিসেন্টের মাধ্যমে ঐকমত্যে পৌঁছানোই সভ্য গণতান্ত্রিক পথ: তারেক রহমান
ইসরাইলি সামরিক আইনজীবীরা গাজায় যুদ্ধাপরাধের প্রমাণ সম্পর্কে সতর্ক করেন
নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা তুরস্কের
বিচার বিভাগকে সময়ের সঙ্গে প্রাসঙ্গিক হতে হয়: প্রধান বিচারপতি
ভারত-পাকিস্তান যুদ্ধ বিধ্বস্ত যুদ্ধবিমানের সংখ্যা ৮: ট্রাম্প
শাটডাউন অব্যাহত থাকলে বিমান চলাচল সীমিত করা হবে: মার্কিন পরিবহনমন্ত্রী
দামেস্কের বিমানঘাঁটিতে সৈন্য মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
তানজিন তিশার নামে মামলা

Law News24.com News Archive

আর্কাইভ