ভাইরাল সেই ভিডিও নিজেই ছড়িয়েছেন উর্বশী

প্রথম পাতা » বিনোদন » ভাইরাল সেই ভিডিও নিজেই ছড়িয়েছেন উর্বশী
বুধবার, ২২ জানুয়ারী ২০২৫



ভাইরাল সেই ভিডিও নিজেই ছড়িয়েছেন উর্বশী

স্নানঘরে পোশাক বদলাচ্ছেন অভিনেত্রী উর্বশী রাউতেলা। কিছুদিন আগেই এমন একটি ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়। কী ভাবে এই ভিডিও নেটপাড়ায় ছড়িয়ে পড়ল, তা নিয়ে বিস্তর চর্চা হয়। নেটাগরিকের একাংশ দাবি করেছিলেন, ডিপফেকের মাধ্যমে নাকি এই ভিডিও তৈরি করা হয়েছে। এ বার সেই দাবি নস্যাৎ করে দিলেন অভিনেত্রী। তিনি বলেন, যা করেছি ইচ্ছাকৃত ভাবেই করেছি। তা-ও কিনা নিজের ছবির পরিচালকের কথা ভেবে।

উর্বশীর ওই ভিডিওটি ছিল তার ‘ঘুসপেঠিয়ে’ ছবির একটি দৃশ্য। যদিও সেই সময় উর্বশী নিজেই জানান, তার কোনও ধারণাই নেই কী ভাবে প্রকাশ্যে এল এই ভিডিও। বিষয়টি নিয়ে নাকি খুব বিরক্ত তিনি। সে সময় সংবাদমাধ্যমের কাছে উর্বশী বলেন, যে দিন ভিডিওটি ভাইরাল হয়, আমি খুবই বিরক্ত হয়েছিলাম। যদিও এটা আমার ব্যক্তিগত জীবনের কোনও দৃশ্য নয়। তবে এবার উর্বশী জানালেন, যা করেছেন ইচ্ছাকৃত ভাবেই করেছেন। নিজেই ছড়িয়েছেন ভিডিওটি। তার কথায়, ওঁরা জানান, অনেক ধারদেনা হয়ে গিয়েছে ওঁদের। তখন আমার কাছে এসে প্রস্তাব দেওয়া হয় যে ছবির ওই দৃশ্যটা আগে ছাড়তে পারেন কি না। যা হয়, আমার সম্মতিতেই করা হয়। আর দৃশ্যটা তো ছবিরই। তবে এই ভিডিওটার উদ্দেশ্য ছিল কিশোরী মেয়েদের মধ্যে সচেতনতা ছড়ানো।

বাংলাদেশ সময়: ১৮:৩৪:২২   ১৭৪ বার পঠিত  




বিনোদন’র আরও খবর


রিমান্ড শেষে কারাগারে অভিনেতা সিদ্দিক
চয়নিকা চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
হত্যাচেষ্টা মামলায় অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ ২০১ জন আসামি
রিয়াজ-ফেরদৌস-চঞ্চল-জ্যোতিসহ ১৪ শিল্পীর বিরুদ্ধে মামলা
জামিনে কারামুক্ত হলেন মডেল মেঘনা
‘মাদক সেবন করে গৃহকর্মীকে নির্যাতন’, পরীমনির বিরুদ্ধে মামলা
টিপকাণ্ড ১৬ তারকার বিরুদ্ধে মামলা চাকরি হারানো সেই পুলিশ সদস্যের
প্রতারণার মামলায় গ্রেপ্তার মেঘনা আলম
মডেল মেঘনা আলম কেন নিরাপত্তা হেফাজতে, জানাল পুলিশ
গ্রাহক হয়রানির অভিযোগে স্টার সিনেপ্লেক্সকে আইনি নোটিশ

Law News24.com News Archive

আর্কাইভ