ভারতীয় হাইকমিশনারকে তলবের বিষয়ে যা বললো পররাষ্ট্র মন্ত্রণালয়

প্রথম পাতা » জাতীয় » ভারতীয় হাইকমিশনারকে তলবের বিষয়ে যা বললো পররাষ্ট্র মন্ত্রণালয়
সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫



ভারতীয় হাইকমিশনারকে তলবের বিষয়ে যা বললো পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ-ভারতে সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সাম্প্রতিক কার্যকলাপ নিয়ে বাংলাদেশে নিযুক্ত দেশটির হাইকমিশনার প্রণয় ভার্মার কাছে গভীর উদ্বেগ প্রকাশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

রোববার (১২ জানুয়ারি) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে প্রণয় ভার্মার কাছে এই উদ্বেগের কথা জানান পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন।

এক প্রেস রিলিজে জানানো হয়– হাইকমিশনার প্রণয় ভার্মাকে জোর দিয়ে বলা হয়েছে, কাঁটাতারের বেড়া নির্মাণের প্রচেষ্টা এবং বিএসএফের সংশ্লিষ্ট অপারেশনাল পদক্ষেপ সীমান্তে উত্তেজনা ও ঝামেলা সৃষ্টি করেছে। সচিব আশা করেন, আসন্ন বিজিবি-বিএসএফ ডিজি পর্যায়ের আলোচনায় বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করা সম্ভব হবে।

এছাড়াও, সম্প্রতি সুনামগঞ্জে বিএসএফ কর্তৃক একজন বাংলাদেশি নাগরিকের হত্যার কথা উল্লেখ করে পররাষ্ট্র সচিব সীমান্তে হত্যার পুনরাবৃত্তি নিয়ে গভীর উদ্বেগ ও হতাশা জানান। ভারতীয় কর্তৃপক্ষকে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি বন্ধ করতে এবং সীমান্ত হত্যাকাণ্ডের তদন্ত পরিচালনা ও দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার আহ্বান জানান তিনি।

এর আগে, বিএসএফের অবৈধভাবে কাঁটাতারের বেড়া নির্মাণ ঘিরে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে আজ বিকেলে জরুরি তলব করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিন বিকেল বিকেল সাড়ে ৩টার দিকে প্রণয় ভার্মা পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপস্থিত হন।

পরে সেখান থেকে বের হয়ে গণমাধ্যমকে ভারতীয় হাইকমিশনার বলেন, অপরাধমুক্ত সীমান্ত গড়ার বিষয়ে পররাষ্ট্র সচিবের সঙ্গে আলোচনা হয়েছে। চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশের চ্যালেঞ্জ মোকাবেলার বিষয়ে কথা হয়েছে। সীমান্তের বেড়া নির্মাণে সহযোগিতামূলক মনোভাব আশা করি আমরা।

বাংলাদেশ সময়: ১:১৫:৪৪   ৯০ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


খালেদা জিয়ার জন্য বানানো কারাগারে এখন থাকবেন আওয়ামী লীগ নেতারা
সাবেক এমপি শম্ভুর স্ত্রীর ২ ফ্ল্যাট জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ
সাবেক এমপিসহ আওয়ামী লীগের ৯ জন গ্রেপ্তার
জামিন পাননি খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা মামলার আসামি
কক্সবাজারের সাবেক এমপি জাফর আলম ৪ দিনের রিমান্ডে
আদালতে পুলিশের ওপর চটলেন হাজী সেলিম
গ্রেনেড হামলা: তারেক-বাবরদের খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল শুনানি ৬ মে
হাসিনা-পুতুলসহ পেছালো ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তার প্রতিবেদন
টাস্কফোর্সের অগ্রগতি প্রতিবেদন সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যায় অংশ নেন দুইজন
সংশোধন হচ্ছে সরকারি চাকরি আইন রাজপথে ও সচিবালয়ে বিক্ষোভ করলে তদন্ত ছাড়াই চাকরি যাবে

Law News24.com News Archive

আর্কাইভ