হিজবুল্লাহ-ইসরাইলের যুদ্ধবিরতিতে বৈশ্বিক প্রতিক্রিয়া

প্রথম পাতা » আন্তর্জাতিক » হিজবুল্লাহ-ইসরাইলের যুদ্ধবিরতিতে বৈশ্বিক প্রতিক্রিয়া
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪



হিজবুল্লাহ-ইসরাইলের যুদ্ধবিরতিতে বৈশ্বিক প্রতিক্রিয়া

লেবাননে ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে বিশ্বের বেশ কয়েকটি দেশ। টানা ১৩ মাসের বেশি সময় ধরে চলা সংঘাতের পর বুধবার ভোর ৪টা থেকে লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হয়। এর কয়েক ঘণ্টা পরই মিশর, চীন ও ইরানের সঙ্গে মধ্যপ্রাচ্যের আরেক দেশ সাইপ্রাসও চুক্তিটিকে স্বাগত জানিয়েছে। এ খবর দিয়েছে আল জাজিরা। এতে বলা হয়, যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়ে মিশর বলেছে, এই পদক্ষেপ অঞ্চলটির উত্তেজনা নিরসনে ইতিবাচক ভূমিকা রাখবে। অনুরূপভাবে গাজায় ইসরাইলি আগ্রাসন বন্ধ করে এমন যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

হিজবুল্লাহর প্রধান মিত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি এক বিবৃতিতে লেবাননের সরকার, জনগণ ও প্রতিরোধ আন্দোলনের প্রতি ইরানের দৃঢ় সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন। এর আগে তিনি লেবাননে ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতিকে স্বাগত জানায়।

অন্যদিকে চীনও এই যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে। এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেছেন, আমরা উত্তেজনা প্রশমনে এবং শান্তি অর্জনের ক্ষেত্রে সহায়ক সকল প্রচেষ্টাকে সমর্থন করি। পাশাপাশি যুদ্ধবিরতির বিষয়ে উভয় পক্ষের চুক্তিকে স্বাগত জানাই।

যুদ্ধবিরতির পক্ষের দেশগুলোর সঙ্গে সুর মিলিয়েছে সাইপ্রাসও। দেশটির কর্তৃপক্ষ লেবাননের সেনাবাহিনীকে সমর্থনেরও প্রতিশ্রুতি দিয়েছে। এই যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোস ক্রিস্টোডৌলিডস বলেছেন, আমরা লেবাননের সেনাবাহিনীর পক্ষে নিজেদের সমর্থন অব্যাহত রাখব।

এর আগে বুধবার স্থানীয় সময় ভোর ৪টা থেকে লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হয়। এক বছরের বেশি সময় পাল্টাপাল্টি হামলা শেষে যুদ্ধবিরতিতে যায় ইসরাইল ও হিজবুল্লাহ। প্রাথমিক অবস্থায় এ চুক্তির মেয়াদ থাকবে ৬০ দিন। পরবর্তীতে এটি আরও বাড়ানো হবে।

বাংলাদেশ সময়: ২৩:১৪:১০   ১৫৭ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


ইসরাইলি সামরিক আইনজীবীরা গাজায় যুদ্ধাপরাধের প্রমাণ সম্পর্কে সতর্ক করেন
নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা তুরস্কের
সরকারি শাটডাউন যুক্তরাষ্ট্রে শত শত ফ্লাইট বাতিল, ভোগান্তিতে মানুষ
ভারত-পাকিস্তান যুদ্ধ বিধ্বস্ত যুদ্ধবিমানের সংখ্যা ৮: ট্রাম্প
শাটডাউন অব্যাহত থাকলে বিমান চলাচল সীমিত করা হবে: মার্কিন পরিবহনমন্ত্রী
দামেস্কের বিমানঘাঁটিতে সৈন্য মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
সুদানের গৃহযুদ্ধ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে: জাতিসংঘ মহাসচিব
শব্দের চেয়ে তিনগুণ গতিসম্পন্ন পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরির ঘোষণা পুতিনের
গণহত্যার বেলায় শাহরুখ কেন চুপ?
সুদানের আল-ফাশারে গণহত্যার তদন্ত করছে আন্তর্জাতিক অপরাধ আদালত

Law News24.com News Archive

আর্কাইভ