বিপিপির চেয়ারম্যান বাবুল ও সাবেক সচিব মহিবুল রিমান্ডে

প্রথম পাতা » জাতীয় » বিপিপির চেয়ারম্যান বাবুল ও সাবেক সচিব মহিবুল রিমান্ডে
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪



বিপিপির চেয়ারম্যান বাবুল ও সাবেক সচিব মহিবুল রিমান্ডে

বাংলাদেশ পিপলস পার্টির (বিপিপি) চেয়ারম্যান বাবুল সরদার চাখারী ও বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়ার সচিব মহিবুল হকের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

রোববার (২৪ নভেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান তাদের রিমান্ড মঞ্জুর করেন।

আদালতে আসামিদের পক্ষে তাদের আইনজীবীরা রিমান্ড বাতিল করে জামিন চেয়ে আবেদন করলে তা নাকচ করেন বিচারক।

মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের এসআই ফেরদৌস আলম বাবুলকে সাতদিন ও মুহিবুলকে পাঁচদিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চান মর্মে আদালতের অনুমতি চান।

গত ১৮ নভেম্বর দিবাগত রাত ২টার দিকে রাজধানীর শাহজাহানপুর এলাকা থেকে বাবুলকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে ২০ নভেম্বর রাত ১১টার দিকে রাজধানীর মহাখালীর ডিওএইচএস থেকে মহিবুল গ্রেপ্তার হন। মামলার নথি দায়রা আদালতে থাকায় আজ শুনানির জন্য দিন ধার্য করা হয়েছিলো।

ঘটনার বিবরণে বলা হয়েছে, গত বছরের ২৮ অক্টোবর বিএনপি ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণা দেয়। ওই সমাবেশকে পণ্ড করার জন্য একই দিন আওয়ামী লীগ পাল্টা সমাবেশ ডাকে। বিএনপি নেতা-কর্মীদের হত্যা ও গুম করার উদ্দেশ্যে পুলিশের সহায়তায় হামলা চালায়। এতে নিহত হন যুবদল নেতা শামীম।

এ ঘটনায় হত্যার অভিযোগে চলতি বছরের ২৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় মামলা করা হয়।

বাংলাদেশ সময়: ১৪:২৬:২০   ১৫৮ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


হাসিনাসহ রেহানা পরিবারের তিন মামলায় আরও ২২ জনের সাক্ষ্য
সালমান এফ রহমানের বিরুদ্ধে ১৭টি মানিলন্ডারিং মামলার অভিযোগপত্র দাখিল শিগগিরই
প্রধান উপদেষ্টাকে নিয়ে ভারতের প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্য অসত‍্য: পররাষ্ট্র মন্ত্রণালয়
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ
উপদেষ্টা পরিষদে অধ্যাদেশের খসড়া অনুমোদন গুমের শাস্তি মৃত্যুদণ্ড
নোট অব ডিসেন্টের মাধ্যমে ঐকমত্যে পৌঁছানোই সভ্য গণতান্ত্রিক পথ: তারেক রহমান
বিচার বিভাগকে সময়ের সঙ্গে প্রাসঙ্গিক হতে হয়: প্রধান বিচারপতি
সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের নাম ব্যবহার করে প্রতারণা, সতর্ক করলো পুলিশ
হাসিনার বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার সাক্ষ্য শেষ, বাদীর জেরা ১০ নভেম্বর
সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে জামিন দিয়েছেন হাইকোর্ট

Law News24.com News Archive

আর্কাইভ