বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু করল নেপাল

প্রথম পাতা » আন্তর্জাতিক » বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু করল নেপাল
শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪



বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু করল নেপাল

বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু করেছে হিমালয়ের দেশ নেপাল। এর মাধ্যমে ভারতের পর বিশ্বের তৃতীয় কোনো দেশ প্রথমবারের মতো বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু করেছে। এ খবর দিয়েছে অনলাইন সিনহুয়া। এতে বলা হয়, শুক্রবার ত্রিপক্ষীয় চুক্তি অনুযায়ী ভারত হয়ে বিদ্যুৎ রপ্তানি করতে শুরু কলেছে নেপাল। দেশটির রাজধানী কাঠমান্ডুতে ভারত, বাংলাদেশ এবং নেপালের সংশ্লিষ্ট মন্ত্রীদের উপস্থিতিতে বিদ্যুৎ রপ্তানি কার্যক্রম শুরু হয়। ভারতীয় ট্রান্সমিশন লাইনের মাধ্যমে বাংলাদেশে মোট ৪০ মেগাওয়াট বিদ্যুৎ পাঠানো হবে। চলতি মাসের শুরুতে কাঠমান্ডুতে বিদ্যুৎ রপ্তানির এই ত্রিপক্ষীয় চুক্তিটি স্বাক্ষরিত হয়। নেপাল বিদ্যুৎ বিভাগের মুখপাত্র চন্দন কুমার ঘোষ বলেন, ত্রিপক্ষীয় চুক্তি অনুযায়ী নেপাল ২০২৪ সালে বাংলাদেশে মাত্র একদিনের জন্য বিদ্যুৎ সরবরাহ করতে পারবে।

২০২৫ সালের ১৫ জুন থেকে পুনরায় বিদ্যুৎ সরবরাহ শুরু হবে বলে জানিয়েছেন তিনি। চুক্তি অনুযায়ী প্রতি বছরের ১৫ জুন থেকে ১৫ নভেম্বর পর্যন্ত আগামী পাঁচ বছর বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের অনুমতি পেয়েছে নেপাল। অর্থাৎ বছরে মাত্র পাঁচ মাস ঢাকায় আসবে কাঠমান্ডুর বিদ্যুৎ। প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য ৮ দশমিক ১৭ রুপি। যার মধ্যে ভারতের সঞ্চালন লাইনের খরচও থাকবে। দুটি বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করবে নেপাল। তারমধ্যে ২৫ মেগাওয়াট ত্রিশূলি আর ২২ মেগাওয়াট বিদ্যুৎ আসবে চিলমি হাইড্রোপাওয়ার প্রজেক্ট থেকে। বাংলাদেশের সাথে সংযুক্ত ভারতীয় গ্রিডের সীমিত অতিরিক্ত ক্ষমতার কারণে মাত্র ৪০ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে পাঠানো হচ্ছে। নেপাল জানিয়েছে আরও ট্রান্সমিশন লাইন নির্মাণের পর আগামী বছর থেকে আরও বেশি বিদ্যুৎ রপ্তানির সুযোগ রয়েছে। ২০২১ সালের নভেম্বর থেকে ভারতে জলবিদ্যুৎ রপ্তানি করে আসছে নেপাল। বর্ষা মৌসুমে তারা অতিরিক্ত জলবিদ্যুৎ উৎপাদন করে বলে তারা নিজেদের চাহিদা মিটিয়ে দেশের বাইরেও তা রপ্তানি করতে পারে।

বাংলাদেশ সময়: ২৩:৫৯:১১   ১৬৮ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


নিউইয়র্কে মামদানির ঐতিহাসিক জয়: ইহুদি ডেমোক্রেট রাজনীতিতে বিভাজনের ইঙ্গিত
ইউক্রেন ইস্যুতে অনড় রাশিয়া, মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে প্রস্তুত ল্যাভরভ
ইসরাইলি সামরিক আইনজীবীরা গাজায় যুদ্ধাপরাধের প্রমাণ সম্পর্কে সতর্ক করেন
নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা তুরস্কের
সরকারি শাটডাউন যুক্তরাষ্ট্রে শত শত ফ্লাইট বাতিল, ভোগান্তিতে মানুষ
ভারত-পাকিস্তান যুদ্ধ বিধ্বস্ত যুদ্ধবিমানের সংখ্যা ৮: ট্রাম্প
শাটডাউন অব্যাহত থাকলে বিমান চলাচল সীমিত করা হবে: মার্কিন পরিবহনমন্ত্রী
দামেস্কের বিমানঘাঁটিতে সৈন্য মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
সুদানের গৃহযুদ্ধ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে: জাতিসংঘ মহাসচিব
শব্দের চেয়ে তিনগুণ গতিসম্পন্ন পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরির ঘোষণা পুতিনের

Law News24.com News Archive

আর্কাইভ