বৈরুতের দক্ষিণাঞ্চলে ইসরাইলের হামলায় নিহত ৪০

প্রথম পাতা » আন্তর্জাতিক » বৈরুতের দক্ষিণাঞ্চলে ইসরাইলের হামলায় নিহত ৪০
রবিবার, ১০ নভেম্বর ২০২৪



বৈরুতের দক্ষিণাঞ্চলে ইসরাইলের হামলায় নিহত ৪০

লেবাননে নৃশংস হামলা অব্যাহত রেখেছে ইসরাইল। শনিবার দেশটির রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে হামলা চালিয়ে একাধিক শিশুসহ ৪০ লেবানিজকে হত্যা করেছে তারা। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, ইসরাইলের ভারী প্রাণঘাতী বোমা হামলার আঘাতে প্রাণ হারিয়েছেন লেবাননের বেসামরিক বাসিন্দারা। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার দিবাগত রাত থেকে হামলা শুরু করে ইসরাইলি বাহিনী। তারা বিমান থেকে মুহূর্মুহু বোমা বর্ষণ করেছে। এতে উপকূলীয় শহর টায়ারে নিহত হন সাত লেবানিজ। হামলার আগে ওই অঞ্চল খালি করার নির্দেশ দেয়া হয়েছিল বলে জানিয়েছে ইরাইল। কিন্তু শুক্রবারের ওই হামলার আগে ইসরাইলের সামরিক মুখপাত্রের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ সংক্রান্ত কোনো পোস্ট দেখা যায়নি। মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে দুই শিশু রয়েছে। বোমার আঘাতে ছিন্নভিন্ন হয়ে যায় শিশুগুলোর শরীর। উদ্ধারকারীরা তাদের শরীরের বিভিন্ন অংশ জড়ো করলে তা শনাক্ত করতে ডিএনএ পরীক্ষা করার জন্য হাসপাতালে পাঠানো হয়। শনিবার ইসরাইলের হামলায় হিজবুল্লাহর যোদ্ধাসহ মোট ১৩ জন নিহত হন। যাদের মধ্যে সাত চিকিৎসক ছিলেন বলে জানিয়েছে মন্ত্রণালয়।

অন্যদিকে লেবাননের ঐতিহাসিক শহর বালবেকের আশেপাশে পূর্ব সমভূমি জুড়ে শনিবার ইসরাইলি হামলায় কমপক্ষে আরও ২০ জন নিহত হয়েছে। ইসরাইলি সামরিক বাহিনী বলেছে, তারা টায়ার এবং বালবেক শহরে হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে। বিশেষ করে যেসব অবকাঠামোগুলোতে হিজবুল্লাহর অস্ত্র মজুদ আছে সেখানে হামলার দায় স্বীকার করেছে তারা।

উল্লেখ্য, লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ইসরাইলি হামলায়ে এখন পর্যন্ত ৩ হাজার ১৩৬ জন লেবানিজ নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ১৩ হাজার ৯৭৯ জন। যাদের মধ্যে ৬১৯ জন নারী এবং ১৯৪ জন শিশু রয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:০১:৫৭   ১৯৯ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


চিকুনগুনিয়া বাংলাদেশসহ চার দেশে মার্কিন ভ্রমণ সতর্কতা
দ্য ডিপ্লোম্যাটের নিবন্ধ হাসিনা-পরবর্তী বাংলাদেশের প্রতি ভারত কি অবস্থান বদলাচ্ছে?
অমুসলিম বিদেশিরাও সৌদিতে মদ কিনতে পারবেন, তবে…
আল জাজিরার বিশ্লেষণ ৫০ বছরে ‘ওয়ার অন ড্রাগস’ থেকে কী পেলো যুক্তরাষ্ট্র?
পশ্চিম তীরে ইসরাইলি সৈন্যদের গুলি, নিহত ফিলিস্তিনি কিশোর ও পথচারী
ফ্যাক্ট-চেকার, কনটেন্ট মডারেটরদের ভিসা নিষিদ্ধ করছে যুক্তরাষ্ট্র
সংকীর্ণ রশির ওপর ভারসাম্য রক্ষা কেন পুতিনের সফর ভারতের পররাষ্ট্রনীতির এক মহাশিক্ষা
ভারতে অবস্থান প্রসঙ্গে  হাসিনাকেই সিদ্ধান্ত নিতে হবে : জয়শঙ্কর
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বিষয়ক রিপোর্ট ‘সভ্যতাগত বিলুপ্তির’ মুখোমুখি ইউরোপ
আল জাজিরার বিশ্লেষণ ভারতকে বাদ দিয়ে দক্ষিণ এশিয়ায় নতুন জোট চায় পাকিস্তান, সম্ভাবনা কতোটুকু?

Law News24.com News Archive

আর্কাইভ