
শেখ হাসিনার সরকারের পতনের পর তার মন্ত্রিসভার সদস্য এবং যেসব সংসদ সদস্যকে এখন পর্যন্ত গ্রেফতার করা হয়েছে বিচারিক আদালতে তাদের উপস্থাপনের পর সেখানে তাদের পক্ষে ছিল না কোনো আইনজীবী।
রোববার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের দেওয়া এক বিজ্ঞপ্তিতে আসামিদের পক্ষে কোনো আইনজীবী না থাকলে সেক্ষেত্রে লিগ্যাল এইডের প্যানেল থেকে আইনজীবী নিয়োগ দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে।
প্রধান বিচারপতির নির্দেশে এ আদেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে আদালতে উপস্থিত আসামীদের আইনগত সহায়তা নিশ্চিত করা আবশ্যক।
আদালতে উপস্থিত আসামিদের কেউ যেন আইনি সহায়তা বঞ্চিত না থাকেন সে কারণে লিগ্যাল এইডের আইনজীবী প্যানেল থেকে আইনজীবী নিয়োগ করার নির্দেশ দেওয়া হয়েছে।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঞার স্বাক্ষরিত এ সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, আসামিদের পক্ষে নিযুক্ত আইনজীবীরা যাতে নির্বিঘ্নে ও বাধাহীনভাবে তাদের দায়িত্ব পালন করতে পারে সে বিষয়ে সবাইকে সহযোগিতা করার নির্দেশও দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, সাবেক মন্ত্রী আনিসুল হক, দীপু মনি, প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানের শুনানিতে তাদের পক্ষে আইনজীবী ছিলেন না।
বাংলাদেশ সময়: ০:৫৯:৩০ ১১৮ বার পঠিত