সেতু ভবনে আগুন-ভাঙচুর রিজভীসহ ৬ জন ৩ দিনের রিমান্ডে

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » সেতু ভবনে আগুন-ভাঙচুর রিজভীসহ ৬ জন ৩ দিনের রিমান্ডে
শুক্রবার, ২ আগস্ট ২০২৪



রিজভীসহ ৬ জন ৩ দিনের রিমান্ডে

সেতু ভবনে আগুন ও ভাঙচুরের ঘটনায় করা মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ ছয়জনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (১ আগস্ট) বিকালে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শেখ সাদীর আদালত এই আদেশ দেন।

বাকি পাঁচজন হলেন—জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল, ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ও বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক এম এ সালাম।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) পুলিশের পরিদর্শক আবু সাঈদ মিয়া আসামিদের ঢাকা মহানগর হাকিম রাশিদুল আলমের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। এরপর আদালত তাদের প্রত্যেকের তিনদিনের করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ১৯ জুলাই রাজধানীর মিরপুরের কাজীপাড়া মেট্রোস্টেশনে ভাঙচুরের মামলায় ডাকসুর সাবেক সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর, বিএনপি কর্মী মাহমুদ উস সালেহীনসহ আটজনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

কিন্তু অপর মামলায় নুরুল হক ও সালেহীনকে জিজ্ঞাসাবাদের জন্য কোনো আবেদন করেনি পুলিশ। এর আগে সেতু ভবনের মামলায়ও তাদের রিমান্ডে নেওয়া হয়।

তদন্ত কর্মকর্তা তার ফরোয়ার্ডিং রিপোর্টে বলেন, আসামিরা সরকারকে উৎখাতের উদ্দেশ্যে সেতু ভবনে পূর্বপরিকল্পিত হামলা চালিয়েছিল। তাই ঘটনার গুরুত্বপূর্ণ তথ্য খুঁজে বের করতে তাদের রিমান্ডে নেওয়া প্রয়োজন।

বাংলাদেশ সময়: ১০:২৭:১০   ২৬০ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


ঢাবি ছাত্রদল নেতা সাম্য হত্যায় অভিযুক্ত ৭ ‘মাদক কারবারী’
জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১০ কর্মকর্তার বিরুদ্ধে মামলা
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের এপিএস মনিরের দুই নৌযান জব্দ
এক্সিম ব্যাংকের সাবেক এমডি ফিরোজ গ্রেফতার
স্ত্রী-কন্যাসহ র‍্যাবের সাবেক ডিজি হারুনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
৯০তম বারের মতো পেছালো রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন জমার সময়সীমা
নিষিদ্ধ ছাত্রলীগ নেতা বাঁধনসহ ৭ জন রিমান্ডে
ঢাবি শিক্ষিকা মোনামীর মামলা তদন্তের নির্দেশ
রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন দাখিল ৮ ডিসেম্বর
নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মানহানির মামলা

Law News24.com News Archive

আর্কাইভ