মাদক মামলায় চট্টগ্রামে দুজনের যাবজ্জীবন

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » মাদক মামলায় চট্টগ্রামে দুজনের যাবজ্জীবন
বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩



 

 

---

চট্টগ্রামের কর্ণফুলী থানায় দায়ের হওয়া একটি মাদক মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বুধবার (১৩ সেপ্টেম্বর) চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞা এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- রুবেল মিয়া ও মো. ইউনুছ। তাদের মধ্যে রুবেল কাভার্ডভ্যানের চালক এবং ইউনুছ তার সহকারী। রায় ঘোষণার সময় দুজনেই আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের সাজা পরোয়ানামূলে কারাগারে পাঠানো হয়।

আদালত সূত্র জানায়, ২০২০ সালের ১১ ডিসেম্বর কর্ণফুলী থানার শাহ আমানত সেতু সংলগ্ন টোল প্লাজা এলাকায় একটি কাভার্ডভ্যানে তল্লাশি করে ৩৮ হাজার ৮০ পিস ইয়াবা উদ্ধার করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এসময় ওই কাভার্ডভ্যানের চালক এবং সহকারীকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্ত শেষে ২০২১ সালের ২৯ এপ্রিল আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।

চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ আবু জাফর বলেন, মামলাটির বিচারিক পর্যায়ে ৭ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়। আসামিদের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়ায় আজ (বুধবার) রায় ঘোষণা করেন আদালত।

বাংলাদেশ সময়: ১১:৫৬:৩২   ১৯৯ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


সালমান ও তার পরিবারের সদস্যদের শেয়ার অবরুদ্ধের আদেশ
ডিবির হারুনের ঘনিষ্ঠ জাহাঙ্গীরসহ তিনজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
লুক্সেমবার্গে আজিজ খানের শেয়ার অবরুদ্ধের আদেশ ঢাকার আদালতের
দিনদুপুরে নারীকে টেনেহিঁচড়ে নেওয়ার সেই ঘটনা তদন্তের নির্দেশ
নাসির-তামিমার মামলায় বিব্রত আদালত
পারভেজ হত্যার প্রধান আসামি মেহেরাজ ৫ দিনের রিমান্ডে
কাজী নাবিল পরিবারের ৩৬২ একর জমি ক্রোক, যুক্তরাষ্ট্রের বিনিয়োগ অবরুদ্ধ
কাঠগড়ায় ফুঁপিয়ে কাঁদলেন তুরিন আফরোজ, সান্ত্বনা দিলেন ইনু
রাজধানীতে মিছিল: আওয়ামী লীগ নেতা মুরাদ-আনিসুর ৪ দিনের রিমান্ডে
ফু-ওয়াং ফুডসের সাবেক এমডি ও তার দুই মেয়ের বিরুদ্ধে মামলা

Law News24.com News Archive

আর্কাইভ