ভোলার লালমোহনে গৃহবধূকে হত্যার অভিযোগ

প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলার লালমোহনে গৃহবধূকে হত্যার অভিযোগ
শনিবার, ৮ জুন ২০২৪




---

লালমোহন (ভোলা) প্রতিনিধি :

ভোলার লালমোহনে শাহিদা বেগম নামে এক গৃহবধূ কে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও তার পরিবারের বিরুদ্ধে।

শুক্রবার দুপুরে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ৯নং ওয়ার্ড নুন বেপারি বাড়িতে এ ঘটনা ঘটে।

গৃহবধূর বাবা মোস্তফা মিয়া জানান, দুপুরে আমার জামাই ইউসুফ আমাকে ফোন দিয়ে বলে, আপনাদের মেয়ে কথা বলে না। পরে আমরা এ বাড়িতে এসে দেখি মেয়ে মৃত।

গৃহবধূর বাবা আরও বলেন, প্রায় সাত বছর আগে এই বাড়ির আলী আহম্মদের ছেলে ইউসুফের সাথে শাহিদার বিবাহ হয়। তাদের ঘরে ৫ বছর ও ১ বছর বয়সী দুটি ছেলে সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই জামাতা ইউসুফ টাকা পয়সার দাবিতে প্রায় আমার মেয়েকে মারধর করতো। এনিয়ে একাধিকবার শালিস বৈঠকও হয়েছে। আজ তারা আমার মেয়েকে নির্যাতন করে হত্যা করেছে।

এদিকে এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে গৃহবধূ শাহিদা বেগমের স্বামী ইউসুফ ও শ্বশুর আলী আহম্মদ। তবে শাহিদার শ্বাশুড়ি জুলেখা বেগমের দাবি, গতকাল রাত থেকে পেটের ব্যাথায় কাতরাচ্ছিল শাহিদা। কয়েকবার বমিও করেছিল। শুক্রবার  সময়মত খনকার (স্থানীয় চিকিৎসক) আসতে পারেনি। ফলে মৃত্যু হয়েছে শাহিদার।

এদিকে সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহত গৃহবধূর সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে পুলিশ।

লালমোহন থানার অফিসার ইনচার্জ এসএম মাহবুব উল আলম বলেন, এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪:২৬:৪৪   ২৩৯ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


অপারেশন সিঁদুর নিয়ে ভারতের নতুন তথ্য ৫০টিরও কম অস্ত্র ব্যবহার করেই সংঘাতের অবসান
ভেনিস চলচ্চিত্র উৎসবে ‘আফটার দ্য হান্ট’
ইসরাইলের জন্য আকাশ সীমা বন্ধ করলো তুরস্ক
দাবি রাশেদের লাল টিশার্ট পরিহিত সেই ব্যক্তি পুলিশের কনস্টেবল মিজানুর রহমান
নুরের ওপর হামলার নিন্দা ও তদন্তের নিশ্চয়তা প্রেস সচিবের
নুরের ওপর হামলা গভীর ষড়যন্ত্রের অংশ: অ্যাটর্নি জেনারেল
জরুরি বৈঠকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা
কাকরাইলে সংঘর্ষ নিয়ে সেনাবাহিনীর ব্যাখ্যা
নুরুল হকের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা
কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২১, ট্রাম্প বললেন ‘অবাক হইনি’

Law News24.com News Archive

আর্কাইভ