১৬ বছরেই স্পেন জাতীয় দলে লামিনে ইয়ামাল

প্রথম পাতা » খেলা » ১৬ বছরেই স্পেন জাতীয় দলে লামিনে ইয়ামাল
শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩



---

কিছুদিন আগেই বার্সেলোনার মূল দলের হয়ে নিজের প্রতিভা দেখিয়েছিলেন ১৬ বছর বয়সী লামিনে ইয়ামাল। হয়েছিলেন একবার ম্যাচসেরাও। বার্সার সেই বিস্ময়বালক এবার স্পেন জাতীয় দলে ডাক পেয়েছেন। ২০২৪ ইউরো চ্যাম্পিয়নশিপ বাছাইপর্বের জন্য ২৪ সদস্যের দল ঘোষণা করেছেন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে। জর্জিয়া ও সাইপ্রাসের বিপক্ষে চলতি সেপ্টেম্বরে তারা দুটি ম্যাচ খেলবে।

চলতি মৌসুমে দারুণ খেলছিলেন লামিনে ইয়ামাল। তারই পুরস্কার পেলেন এবার জাতীয় দলে ডাক পেয়ে। ম্যাচ খেলার সুযোগ পেলে তিনিই হবেন স্পেনের সর্বকনিষ্ঠ খেলোয়াড়। এর আগে স্পেনের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে খেলেছেন লামিনেরই সতীর্থ গাভি। ২০২১ সালে ইতালির বিপক্ষে ১৭ বছর ২ মাস ১ দিন বয়সে জাতীয় দলে তার অভিষেক হয়েছিল।

আরও কিছু তরুণ মুখ ডাক পেয়েছেন স্পেন দলে। তাদের একজন আবেল রুইজ। কোচ লা ফুয়েন্তের অধীনে অনূর্ধ্ব-২১ দলেও খেলেছিলেন এই তরুণ ফুটবলার। এর আগে ২০২১ সালের সেপ্টেম্বরে লুইস এনরিকের অধীনেও তার জাতীয় দলে অভিষেক হয়। সেই ম্যাচে জর্জিয়ার বিপক্ষে স্পেন ৪-০ গোলে জিতেছিল। এছাড়া এশিয়ান লিগে খেলা প্রথম কোনো ফুটবলার হিসেবে আইমেরিক লাপোর্তেও রয়েছেন স্পেন দলে। এই ডিফেন্ডার সম্প্রতি ম্যানচেস্টার সিটি ছেড়ে সৌদি ক্লাবে নাম লেখান।

ভিয়ারিয়ালের অ্যালেক্স বেনাও এবার চমৎকার সূচনা করেছেন। সে ধারাবাহিকতায় প্রথমবারের মতো ডাক পেয়েছেন তিনি। তবে বার্সার হয়ে এই মৌসুমে দারুণ শুরুর পর জায়গা হয়নি ফেরান তোরেসের। সম্প্রতি বার্সা ছেড়ে ধারে ব্রাইটনে যোগ দেওয়া আনসু ফাতিও জায়গা পাননি। চোটের কারণে দলে নেই পেদ্রিও।

বাংলাদেশ সময়: ১২:০২:৩২   ৪৬৬ বার পঠিত   #  #




খেলা’র আরও খবর


আবারও ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে দশে নামলো বাংলাদেশ
ক্রিকেটার নাসির-তামিমার আত্মপক্ষ শুনানি পিছিয়েছে
সাকিবসহ ১৫ জনের নামে দুদকের মামলা
আরসিবি’র প্রথম আইপিএল ট্রফি জয় উপলক্ষে পদদলিত হয়ে ১১ জনের মৃত্যু
জানতে চেয়ে হাইকোর্টের রুল জারি ফারুকের মনোনয়ন বাতিল ও আমিনুলের মনোনয়ন কেন অবৈধ নয়
বুলবুলকে বিসিবির পরিচালক মনোনীত করার বৈধতা নিয়ে ফারুকের রিট তালিকা থেকে বাদ
বাংলাদেশের অবিশ্বাস্য হার, আমিরাতের ইতিহাস
বাসায় ফিরে সবার প্রতি কৃতজ্ঞতা জানালেন তামিম
শঙ্কামুক্ত তামিম
মালিঙ্গা থেকে যুবরাজ — তামিমের জন্য প্রার্থনা সবার

Law News24.com News Archive

আর্কাইভ