ল নিউজ ২৪ এর উদ্যোগে আইনজীবীদের আড্ডা

প্রথম পাতা » প্রধান সংবাদ » ল নিউজ ২৪ এর উদ্যোগে আইনজীবীদের আড্ডা
রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩



 

ল নিউজ ২৪ এর উদ্যোগে আইনজীবীদের আড্ডা

আল-আমিন (রাকিব)

সাব-এডিটর,

ল নিউজ ২৪ এর উদ্যোগে শনিবার (৯ সেপ্টেম্বর) বাংলাদেশ সুপ্রিম কোর্টের অর্ধশতাধিক আইনজীবীদের নিয়ে এনসিওর ল্যান্ডমার্ক লি: এর কেরানীগঞ্জের এনসিওর লেকসিটি প্রকল্পে এক আইন আড্ডা অনুষ্ঠিত হয়।

আপীল বিভাগের আইনজীবী ‘ল নিউজ ২৪’ এর উপদেষ্টা সম্পাদক অ্যাডভোকেট মুহিবুল্লাহ তানভীর ও ‘ল নিউজ ২৪’ এর সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ রেজাউজ জামান ‍হীরা এবং এনসিওর ল্যান্ডমার্ক লি: এর উপ- ব্যাবস্থাপনা পরিচালক মো. জাকির হোসাইন আইনজীবীদের বরণ করেন।

সারাদিন ব্যাপী উক্ত আইনজীবী আড্ডায় আইনের বিভিন্ন বিষয় ও দেশের বর্তমান রাজনৈতিক সামাজিক বিভিন্ন ইস্যু নিয়ে আড্ডার মাধ্যমে আলোচনায় প্রানবন্ত হয়ে ওঠে।

আইনজীবীদের পক্ষ্য হতে অ্যাডভোকেট মো. মোশারেফ হোসেন মনির এমন চমৎকার আয়োজন করায় ‘ল নিউজ ২৪’ ও এনসিওর ল্যান্ডমার্ক লি: কে ধন্যবাদ জ্ঞাপন করেন।

উক্ত আড্ডায় উপস্থিত ছিলেন,

অ্যাডভোকেটে মো. মুুহিবুল্লাহ তানভীর, অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান সোহেল, অ্যাডভোকেট আলাল উদ্দিন, অ্যাডভোকেট মোশারেফ হোসেন মনির, অ্যাডভোকেট আশিকুজ্জামান নজরুল, অ্যাডভোকেট এ.বি.এম ইফতিখারুল হক, অ্যাডভোকেট জাবেদ কবির, অ্যাডভোকেট শিহাব আহমেদ সিরাজী, অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান তালুকদার দিপু, অ্যাডভোকেট আকতারুজ্জামান হিমেল, অ্যাডভোকেট নূর হোসেন, অ্যাডভোকেট মো. লুৎফর রহমান, অ্যাডভোকেট আমিনুল হক, অ্যাডভোকেট শেখ সাইফুল ইসলাম রাজীব,অ্যাডভোকেট খান জিয়াউর রহমান, অ্যাডভোকেট রাশেদুল হক খোকন, অ্যাডভোকেট নিয়ামুল কবির জোহা, অ্যাডভোকেট তানজীম মাল ইসলাম, অ্যাডভোকেট মির্জা সুলতান রাজা, অ্যাডভোকেট নাজমুল হোসেন, ব্যারিস্টার রেজা সাদেকীন, অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম রাজু, অ্যাডভোকেট মোজাম্মেল হক, অ্যাডভোকেট দাউদ খান জোবায়ের, অ্যাডভোকেট মাহবুব রশিদ, অ্যাডভোকেট ইকবাল, ব্যারিস্টার বাবুল আখতার চৌধুরী, অ্যাডভোকেট কামরুল হাসান মাসুম, অ্যাডভোকেট হাসানুল বান্না, অ্যাডভোকেট মীর শোয়েব আহমেদ, অ্যাডভোকেট তারিকুল ইসলাম, অ্যাডভোকেট তারিকুল ইসলাম,ব্যারিস্টার ফজলুল হক ‍লিমন প্রমুখ ।

‘ল নিউজ ২৪’ এর আয়োজনে সাড়া দিয়ে আইনজীবীগণ প্রানবন্ত আড্ডা উপহার দেওয়ায় ‘ল নিউজ ২৪’ এর সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ রেজাউজ জামান ‍হীরা সকলকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

বাংলাদেশ সময়: ১৭:১৭:১৫   ৯৮৩ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


অপারেশন সিঁদুর নিয়ে ভারতের নতুন তথ্য ৫০টিরও কম অস্ত্র ব্যবহার করেই সংঘাতের অবসান
ভেনিস চলচ্চিত্র উৎসবে ‘আফটার দ্য হান্ট’
ইসরাইলের জন্য আকাশ সীমা বন্ধ করলো তুরস্ক
দাবি রাশেদের লাল টিশার্ট পরিহিত সেই ব্যক্তি পুলিশের কনস্টেবল মিজানুর রহমান
নুরের ওপর হামলার নিন্দা ও তদন্তের নিশ্চয়তা প্রেস সচিবের
নুরের ওপর হামলা গভীর ষড়যন্ত্রের অংশ: অ্যাটর্নি জেনারেল
জরুরি বৈঠকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা
কাকরাইলে সংঘর্ষ নিয়ে সেনাবাহিনীর ব্যাখ্যা
নুরুল হকের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা
কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২১, ট্রাম্প বললেন ‘অবাক হইনি’

Law News24.com News Archive

আর্কাইভ