অধস্তন আদালতের বিচারকদের পরিচয়পত্র তুলে দিলেন প্রধান বিচারপতি

প্রথম পাতা » আইন মতামত » অধস্তন আদালতের বিচারকদের পরিচয়পত্র তুলে দিলেন প্রধান বিচারপতি
বুধবার, ২৪ জানুয়ারী ২০২৪



---

প্রথমবারের মত অধস্তন আদালতের বিচারকদের আধুনিক সিকিউরিটি ফিচার সম্বলিত পরিচয়পত্র তুলে দিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

 

মঙ্গলবার (২৩ জানুয়ারি) বিকেলে সুপ্রিম কোর্টের কনফারেন্স রুমে ১৬ জন বিচার বিভাগীয় কর্মকর্তার হাতে পরিচয়পত্র তুলে দেওয়া হয়।

 

এর মধ্যে আইন সচিব মো. গোলাম সারওয়ার, সুপ্রিম কোর্টের রেজিস্টার জেনারেল মো. গোলাম রব্বানী, ঢাকা মহানগর দায়রা জজ, ঢাকার জেলা জজ রয়েছেন।

অনুষ্ঠানে আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও অধস্তন আদালতের মনিটরিংয়ের দায়িত্বপ্রাপ্ত হাইকোর্ট বিভাগের বিচারপতিবৃন্দ ও সুপ্রিম কোর্ট প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মোয়াজ্জেম হোসেন  বলেন, আজকে ১৬ জন বিচারকের হাতে পরিচয়পত্র তুলে দিয়েছেন প্রধান বিচারপতি। এখন জেলায় জেলায় বিচারকদের পরিচয়পত্র পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১১:১৬:৫৯   ১২৮ বার পঠিত  




আইন মতামত’র আরও খবর


রমজানে রোজা না রাখলে মুসলমানদের গ্রেপ্তার করছে নাইজেরিয়ায় ইসলামিক পুলিশ
মামলাজট নিরসনে জেলা প্রশাসকদের সক্রিয় অংশগ্রহণ চান প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।
নারী-পুরুষের পার্থক্য দেখি না, শুধু চ্যালেঞ্জ নিতে হবে : বিচারপতি নাইমা হায়দার
অধস্তন আদালতের বিচারকদের পরিচয়পত্র তুলে দিলেন প্রধান বিচারপতি
স্ত্রীর বিরুদ্ধে যৌতুকের মামলা দায়ের করা যাবে?
দলাদলি করে আইনজীবীদের বিভক্ত হওয়া যাবে না: বিচারপতি নিজামুল হক
ল নিউজ ২৪ এর উদ্যোগে আইনজীবীদের আড্ডা
দ্রুত মামলা নিষ্পত্তিতে মেডিয়েশনের বিকল্প নেই : বিচারপতি আহমেদ সোহেল
ল নিউজ ২৪ এ আইনজীবীদের আড্ডা

Law News24.com News Archive

আর্কাইভ