রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫

অমুসলিম বিদেশিরাও সৌদিতে মদ কিনতে পারবেন, তবে…

প্রথম পাতা » আন্তর্জাতিক » অমুসলিম বিদেশিরাও সৌদিতে মদ কিনতে পারবেন, তবে…
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫



অমুসলিম বিদেশিরাও সৌদিতে মদ কিনতে পারবেন, তবে…

সৌদি আরব মদ বিক্রি সংক্রান্ত নিয়ম আরও শিথিল করেছে। এখন সেখানে বসবাসকারী অমুসলিম বিদেশিদের কাছে নির্দিষ্ট শর্তে মদ বিক্রি করতে পারবে। যেসব বিদেশির মাসিক আয় ৫০ হাজার রিয়াল (১৩,৩০০ ডলার) বা তার বেশি শর্তের অধীনে শুধু তারাই মদ কিনতে পারবেন। সূত্রের উদ্ধৃতি দিয়ে এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। সূত্রগুলোর মতে, একমাত্র মদ বিক্রির দোকানে প্রবেশের জন্য বাসিন্দাদের বেতন সনদ দেখিয়ে তার আয়সীমা প্রমাণ করতে হবে।

রিয়াদে অবস্থিত এই দোকানটি গত বছর খোলা হয় শুধু বিদেশি কূটনীতিকদের জন্য। পরে ধীরে ধীরে অমুসলিম ‘প্রিমিয়াম রেসিডেন্সি’ধারী বিদেশিদের জন্যও প্রবেশাধিকার বাড়ানো হয়। এ পরিবর্তন নিয়ে সরকারি কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়নি, এবং সোমবার সরকারের পক্ষ থেকে মন্তব্যের অনুরোধেও তাৎক্ষণিক কোনো সাড়া পাওয়া যায়নি। সূত্ররা আরও জানিয়েছেন, রিয়াদের ওই দোকানে গ্রাহকদের মাসিক পয়েন্টভিত্তিক সীমার মধ্যে মদ কিনতে দেয়া হচ্ছে। ব্লুমবার্গের আগের প্রতিবেদনে বলা হয়, দেশের আরও দুইটি শহরে নতুন মদের দোকান তৈরি হচ্ছে।

মদ কেনার নিয়মে এই ধীরে ধীরে শিথিলতা সৌদির বৃহত্তর সামাজিক সংস্কার কর্মসূচির অংশ। অর্থনৈতিক রূপান্তরের জন্য বিদেশি দক্ষ জনশক্তি ও বিনিয়োগ আকর্ষণকে সৌদি আরব অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছে। রিয়াদকে একটি প্রতিযোগিতামূলক ব্যবসায়িক কেন্দ্র হিসেবে গড়ে তুলতেও এসব পদক্ষেপ নেয়া হচ্ছে। কয়েক বছরে সৌদি আরব নারীদের গাড়ি চালানোর ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে, জনসম্মুখে বিনোদন, সংগীত, নারী-পুরুষ মেলামেশার অনুমতি দিয়েছে এবং পর্যটনকে উৎসাহিত করেছে। পরিবর্তনের গতি বোঝায়, ইসলাম ধর্মের জন্মভূমি এবং ধর্মটির দুই পবিত্রতম স্থানের রক্ষণাবেক্ষণকারী এই রাজতন্ত্রের জন্য আধুনিকায়ন কত সূক্ষ্ম ও জটিল প্রক্রিয়া।

বাংলাদেশ সময়: ৫:৫৮:১৭   ১৪ বার পঠিত