বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫

টেক্সাসে মুসলিম ব্রাদারহুড ও কেয়ারকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা

প্রথম পাতা » আন্তর্জাতিক » টেক্সাসে মুসলিম ব্রাদারহুড ও কেয়ারকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা
শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫



টেক্সাসে মুসলিম ব্রাদারহুড ও কেয়ারকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা

রাজনৈতিকভাবে উত্তেজনাপূর্ণ সিদ্ধান্তে টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট মুসলিম ব্রাদারহুড এবং কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস’কে (কেয়ার) ‘সন্ত্রাসী’ ও ‘আন্তর্জাতিক অপরাধী সংগঠন’ হিসেবে ঘোষণা করেছেন। এই ঘোষণার ফলে দুই সংগঠন এবং তাদের সঙ্গে যুক্ত যে কেউ টেক্সাস অঙ্গরাজ্যে জমি ক্রয় থেকে কার্যত নিষিদ্ধ হয়ে গেল। এ ঘোষণা দেওয়া হয়েছে যদিও মুসলিম ব্রাদারহুড বা কেয়ার - কোনোটিই যুক্তরাষ্ট্র সরকারের আনুষ্ঠানিক সন্ত্রাসী সংগঠনের তালিকায় নেই। যুক্তরাষ্ট্রের বৃহত্তম মুসলিম নাগরিক অধিকার সংগঠন কেয়ার অ্যাবটের এই পদক্ষেপকে ভিত্তিহীন, অসাংবিধানিক ও প্রকাশ্য ইসলামবিদ্বেষের বহিঃপ্রকাশ বলে আখ্যা দিয়েছে। সংগঠনটি গভর্নরের বিরুদ্ধে ষড়যন্ত্রতত্ত্বকে অস্ত্র হিসেবে ব্যবহার করে মুসলিম সম্প্রদায়কে লক্ষ্যবস্তুতে পরিণত করার অভিযোগ এনেছে এবং সতর্ক করেছে যে এই ঘোষণাকে নীতিতে রূপান্তরিত করার যেকোনো প্রচেষ্টা আইনগত চ্যালেঞ্জের মুখে পড়বে।

বিশ্লেষকদের মতে, গভর্নরের এ ঘোষণা ডালাসের কাছে প্রস্তাবিত মুসলিম-নেতৃত্বাধীন আবাসিক প্রকল্প এপিক সিটি’কে ঘিরে চলমান বিতর্ক থেকে আলাদা করা যায় না। এর আগে অ্যাবট ও অন্য রিপাবলিকান নেতারা প্রকল্পটির বিরোধিতা করেন এবং কোনো প্রমাণ ছাড়াই তথাকথিত শরিয়া কম্পাউন্ড বিরোধী আইন পাস করেন- যদিও প্রকল্পটি ইসলামি আইন চাপিয়ে দেয়ার বা অঙ্গরাজ্যের বিধিনিষেধের বাইরে পরিচালিত হওয়ার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। ফেডারেল নাগরিক অধিকার তদন্তকারীরাও কোনো অভিযোগ না এনে তদন্ত বন্ধ করে দিয়েছিলেন। সমালোচকদের মতে, কেয়ারকে মুসলিম ব্রাদারহুডের সঙ্গে যুক্ত করা একটি বহুবার খণ্ডিত বর্ণনাকে পুনরুজ্জীবিত করেছে, যার উদ্দেশ্য মুসলিম সম্প্রদায়ের প্রতিষ্ঠানগুলোর ভাবমূর্তি ক্ষুণ্ন করা এবং তাদের সংগঠিত হওয়ার বা সম্মিলিতভাবে সম্পত্তির মালিক হওয়ার অধিকার সীমিত করা।

রিপাবলিকান অঙ্গরাজ্য প্রতিনিধি কোল হেফনার গভর্নরের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন এটি রাজ্যকে নিরাপদ রাখার জন্য প্রয়োজনীয়। কিন্তু টেক্সাসের কয়েকজন মুসলিম আইনপ্রণেতার একজন সালমান ভোজনী এই সিদ্ধান্তকে ধর্মীয় স্বাধীনতার ওপর আঘাত হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, টেক্সাসের মুসলমানরা অন্যান্য সবার মতোই মর্যাদা, আস্থা ও নাগরিক স্বাধীনতার অধিকারী এবং গভর্নরের এই ক্ষতিকর ও বৈষম্যমূলক ঘোষণা প্রত্যাহারের আহ্বান জানান। অ্যাবটের এই ঘোষণায় নাগরিক অধিকার কর্মীদের মধ্যে উদ্বেগ বৃদ্ধি পেয়েছে। তাদের আশঙ্কা এ ধরনের উদ্যোগ টেক্সাসে মুসলিমদের নাগরিক জীবনে আরও বিধিনিষেধের পথ তৈরি করতে পারে।

আইনি বিশেষজ্ঞরা জানান, বিদেশী সন্ত্রাসী সংগঠন হিসেবে কোনো গ্রুপকে চিহ্নিত করার ক্ষমতা একমাত্র যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের হাতে। ফলে গভর্নরের একক সিদ্ধান্ত সাংবিধানিক বৈধতা নিয়ে গুরুতর প্রশ্ন তোলে। মুসলিম সংগঠন ও মানবাধিকার গোষ্ঠীগুলো বলছে, এই ঘোষণা মুসলিমদের একপেশে করার রাজনৈতিক প্রচেষ্টার অংশ, যা রাষ্ট্রের নিরাপত্তা- এই অজুহাতে যুক্তরাষ্ট্রে ইসলামবিদ্বেষী নীতিনির্ধারণের এক উদ্বেগজনক নতুন অধ্যায়ের সূচনা করছে।

বাংলাদেশ সময়: ১২:৪৯:১৭   ৪১ বার পঠিত