![]()
মোঃ আব্দুল্লাহ হক চুয়াডাঙ্গা:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চুয়াডাঙ্গা-১ আসনের নির্বাচনী দায়িত্বশীলদের নিয়ে এক বিশেষ ‘দায়িত্বশীল সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (মঙ্গলবার, নভেম্বর ১১, ২০২৩) বিকেল ৩টায় আলমডাঙ্গা পান্না কমিউনিটি সেন্টারে এই সভা আয়োজিত হয়।
চুয়াডাঙ্গা-১ আসন পরিচালক শেখ নুর মোহাম্মদ হুসাইন টিপু’র সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক রুহুল আমিন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক রুহুল আমিন বর্তমান ক্ষমতাসীন দলের বিরুদ্ধে কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, “আওয়ামী লীগ আমাদের ৬ জন সর্বোচ্চ নেতাকে কারাগারে আটকিয়ে রেখে হত্যা করেছে। বিগত ১৭ বছর ধরে আমাদের ভাইদেরকে খুন, গুম করে আয়না ঘরে রাখা, ফাঁসির দড়িতে ঝুলিয়ে শহীদ করাসহ এমন কোনো ন্যাক্কারজনক কাজ নেই যা আওয়ামী লীগ করেনি।” তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, তারই প্রতিশোধ হিসেবে আগামী নির্বাচনে জামায়াত জয়লাভ করতে চায়। তিনি আরো বলেন”বিএনপি মনে করেছিল জামায়াতের ভোটগুলো নিয়ে তারা আবার ক্ষমতায় যাবে। কিন্তু যারা নিজেদের দলের কর্মীদের সাথেই মারামারি করে ১৭৬ জনকে হত্যা করেছে এবং ৭১ জন মহিলাকে ধর্ষণ করেছে, তারা আবার ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে।”
তিনি সাধারণ মানুষের আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্য তুলে ধরে বলেন, আজ সাধারণ মানুষ চায় তাদের ছেলে-মেয়েদের বিনা ঘুষে চাকরি হোক এবং নিজেদের অধিকারটুকু ফিরিয়ে পাক। জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে হাসপাতালের চিকিৎসা সেবাকে আধুনিকায়ন করবে এবং রাজনীতি করার অপরাধে কারো নামে অন্যায়ভাবে হয়রানিমূলক মামলা হতে দেবে না।
অধ্যাপক রুহুল আমিন বলেন, “আপনারা এই ৫৪ বছরে যা পাননি তা আমরা করতে চাই, আমাদেরকে একবারের জন্য সুযোগ দিন।” তিনি বিরোধী দলগুলোর প্রতি আহ্বান জানান— “তোমরা দেশের জন্য কাজ করে জনপ্রিয়তা অর্জন করো। আমরা মিথ্যা আশ্বাস দিয়ে কারোর ভোট নিব না।” তিনি আরও উল্লেখ করেন যে জামায়াতের কর্মীরা মাদকমুক্ত, পর্দা, সৎ পথে চলা থেকে শুরু করে সুদ, ঘুষ, জিনা-ব্যভিচারমুক্ত সমাজ গঠন এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কাজ করে।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এবং চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাড. মাসূদ পসরভেজ রাসেল।
এছাড়াও উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ বিভাগের সভাপতি আলতাফ হুসাইন, আইন বিষয়ক সম্পাদক দারুস সালাম, শ্রমিক কল্যাণ বিভাগের জেলা সভাপতি কাইমুদ্দিন হিরোক, আলমডাঙ্গা উপজেলা আমীর শফিকুল ইসলাম বকুল, আলমডাঙ্গা পৌর জামায়াতের আমীর মাহের আলী, গাংনী-আসমানখালী থানার আমীর আব্বাস উদ্দিন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর জামায়াতের সেক্রেটারি মোস্তফা কামাল, গাংনী-আসমানখালী সেক্রেটারি কামরুল হাসান সোহেল, চুয়াডাঙ্গা সদর উপজেলার নায়েবে আমীর মাওরানা রুহুল আমিন মল্লিক, আলমডাঙ্গা পৌর সেক্রেটারি মসলেম উদ্দিন, আলমডাঙ্গা উপজেলা নায়েবে আমীর ইউসুফ আলী মাস্টার ও গাংনী-আসমানখালী নায়েবে আমীর সেলিম রেজা প্রমুখ।
বাংলাদেশ সময়: ২১:১৪:১৯ ৬৫ বার পঠিত