বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫

লালমোহনে মৎস্যজীবী দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রথম পাতা » সারাদেশ » লালমোহনে মৎস্যজীবী দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত
শনিবার, ৮ নভেম্বর ২০২৫



---

এম রিয়াজ উদ্দিন,  লালমোহন (ভোলা) প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল ভোলার লালমোহন উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল, লালমোহন উপজেলা শাখার আয়োজনে উপজেলা বিএনপির কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি  মো. জাফর ইকবাল, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বাবুল।

উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মো. সাখাওয়াত ফরাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদের সঞ্চালনায় এসময়  উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক অধ্যক্ষ মো. ফরিদ উদ্দিন, মো. শফিউল্লাহ হাওলাদার,  মো. ফয়সাল তালুকদার,পৌরসভা বিএনপির সভাপতি মো. সাদেক মিয়া জান্টু, সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান বাবুল পাটোয়ারী,

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক  প্রভাষক রেজাউর রহমান শাহীন, যুবদলের সাধারণ সম্পাদক কাজী হাসানুজ্জামানসহ উপজেলা ও ইউনিয়ন মৎস্যজীবী দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০:৩৮:২৬   ১৩ বার পঠিত