বুধবার, ৫ নভেম্বর ২০২৫

অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নে সাংবিধানিক আদেশ জারি ও নভেম্বর মাসের মধ্যে গণভোট আয়োজন করতে হবে* — কর্নেল (অব:) আব্দুল বাতেন

প্রথম পাতা » ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন » অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নে সাংবিধানিক আদেশ জারি ও নভেম্বর মাসের মধ্যে গণভোট আয়োজন করতে হবে* — কর্নেল (অব:) আব্দুল বাতেন
শনিবার, ২৫ অক্টোবর ২০২৫



---

২৪ অক্টোবর ২০২৫ (শুক্রবার)

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা-১৬ (পল্লবী ও রূপনগর) এলাকায় কর্নেল (অব:) আব্দুল বাতেনের নেতৃত্বে মিরপুর সেকশন-৬ বাজারে বাজারে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

পাঁচ শতাধিক স্থানীয় ভোটারের উপস্থিতিতে উক্ত উঠান বৈঠকে  কর্নেল (অব:) আব্দুল বাতেন রূপনগর এলাকার বিভিন্ন সমস্যা শোনের, তার আগামী দিনের ঢাকা-১৬ আসনের পরিকল্পনা তুলে ধরেন।

ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরার সদস্য ও রূপনগর থানা আমীর মোঃ আবু হানিফ এর সভাপতিত্বে অনুষ্ঠিত উঠোন বৈঠকে এসময় বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী,  ঢাকা মহানগরী উত্তর যুব বিভাগের সেক্রেটারি ও ঢাকা উত্তর সিটি করপোরেশন ৬ নং ওয়ার্ডের জামায়াত মনোনীত   কাউন্সিলর পদ প্রার্থী জনাব  হাসানুল বান্না চপল, থানা কর্মপরিষদ সদস্যবৃন্দ ও স্থানীয় নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ০:৪১:৪১   ৬০ বার পঠিত