বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫

পাকিস্তানের সঙ্গে সংঘাত থেমেছে: আফগান পররাষ্ট্রমন্ত্রী

প্রথম পাতা » আন্তর্জাতিক » পাকিস্তানের সঙ্গে সংঘাত থেমেছে: আফগান পররাষ্ট্রমন্ত্রী
রবিবার, ১২ অক্টোবর ২০২৫



পাকিস্তানের সঙ্গে সংঘাত থেমেছে: আফগান পররাষ্ট্রমন্ত্রী

পাকিস্তানের সঙ্গে সংঘাত থামানোর কথা জানিয়েছেন ভারতে সফররত তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। রোববার নয়াদিল্লিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সীমান্ত সংঘাত প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। বলেন, গত রাতে (শনিবার) কাবুল নিজের সামরিক লক্ষ্য অর্জন করেছে। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই-এর বরাত দিয়ে এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। সংবাদ সম্মেলনে মুত্তাকি বলেন, আমাদের বন্ধু কাতার ও সৌদি আরব এই সংঘাত শেষ করার আহ্বান জানিয়েছে, তাই আমাদের পক্ষ থেকে এই সংঘাতের ইতি ঘোষণা করা হয়েছে। আফগান পররাষ্ট্রমন্ত্রী বলেন, পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ জনগণ শান্তি প্রিয়, তারা আফগানিস্তানের সঙ্গে সুসম্পর্ক চায়। পাকিস্তানের বেসামরিক নাগরিকের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। অভ্যন্তরীণ বিষয়ে যখন বহিরাগত কেউ হস্তক্ষেপ করে তখন আফগানিস্তানের বেসামরিক নাগরিক, সরকার, আলেম সমাজ এবং ধর্মীয় নেতারা লড়াই করতে ঐক্যবদ্ধ হন বলেও মন্তব্য করেন আমির খান মুত্তাকি। সংবাদ সম্মেলনে তালেবানের এই মন্ত্রী বলেন, পাকিস্তান যদি সুসম্পর্ক ও শান্তি না চায় তাহলে আফগানিস্তানের হাতে অন্য বিকল্পও রয়েছে।

বাংলাদেশ সময়: ২১:৫১:৫৯   ৬২ বার পঠিত