বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫

নৌবহর আটকানোর ঘটনায় ইসরায়েলি রাষ্ট্রদূতকে স্পেনের তলব

প্রথম পাতা » আন্তর্জাতিক » নৌবহর আটকানোর ঘটনায় ইসরায়েলি রাষ্ট্রদূতকে স্পেনের তলব
বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫



নৌবহর আটকানোর ঘটনায় ইসরায়েলি রাষ্ট্রদূতকে স্পেনের তলব

গাজামুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ত্রাণবাহী নৌবহর আটকে দেয়ার ঘটনায় ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করেছে স্পেন। বৃহস্পতিবার (২ অক্টোবর) দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস বিষয়টি নিশ্চিত করেছেন।

রাষ্ট্রীয় গণমাধ্যমকে পররাষ্ট্রমন্ত্রী জানান, মাদ্রিদে নিযুক্ত চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করেছি। ওই নৌবহরে স্পেনের ৬৫ জন নাগরিক ভ্রমণ করছেন বলেও জানান তিনি।

একইসঙ্গে ইসরায়েলের এমন ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাজ্য সরকার।

এদিকে, ইসরায়েলের রক্তচক্ষু উপেক্ষা করে গাজার উদ্দেশে যাত্রা অব্যাহত রেখেছে সুমুদ ফ্লোটিলার যাত্রীরা। নেতানিয়াহু প্রশাসনের নৌ অবরোধ ভঙ্গের লক্ষ্যে এগিয়ে চলা এই বহরে রয়েছেন মানবাধিকার কর্মী থেকে শুরু করে চিকিৎসক, শিক্ষক ও রাজনীতিবিদসহ অন্তত ৪৪ দেশের পাঁচ শতাধিক মানুষ।

নিপীড়িত ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর প্রচেষ্টায় অংশ নিয়েছেন সুইডেনের পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ, নেলসন ম্যান্ডেলার নাতী মান্দলা ম্যান্ডেলা ও বাংলাদেশের আলোকচিত্রী শহিদুল আলম।

বাংলাদেশ সময়: ১৬:৪৪:২৭   ৫৩ বার পঠিত