মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫

নাট্যকার সেলিম আল দীনের পদক-পাণ্ডুলিপি ফেরত দিতে ৪ জনকে আইনি নোটিশ

প্রথম পাতা » রাজধানী » নাট্যকার সেলিম আল দীনের পদক-পাণ্ডুলিপি ফেরত দিতে ৪ জনকে আইনি নোটিশ
শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫



নাট্যকার সেলিম আল দীনের পদক-পাণ্ডুলিপি ফেরত দিতে ৪ জনকে আইনি নোটিশ

দেশবরেণ্য নাট্যকার প্রয়াত সেলিম আল দীনের পদক, পুরস্কার, নাটকের পাণ্ডুলিপি ও অন্যান্য ব্যবহার্য সামগ্রী ১৫ দিনের মধ্যে ফেনীর সেলিম আল দীন জাদুঘরে জমা দেওয়ার জন্য মঞ্চনাটক ও চলচ্চিত্র পরিচালক নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুসহ চারজনকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সেলিম আল দীনের ভাতিজা ও ‘সেলিম আল দীন কেন্দ্র, ফেনী’র সহ-সভাপতি সালাহ উদ্দিন শুভ্রের পক্ষে এ নোটিশ পাঠান আইনজীবী শিহাব উদ্দিন খান।

নোটিশপ্রাপ্ত অন্যরা হলেন—মো. কামরুল হাসান, আব্দুস সালাম ও নাসরিন সুলতানা বিলকিস।

নোটিশে বলা হয়েছে, সেলিম আল দীনের সব পদক, পুরস্কার, পাণ্ডুলিপি ও মূল্যবান দ্রব্য জাতীয় সম্পদ এবং দেশের সাংস্কৃতিক ঐতিহ্য। বাংলাদেশের সংবিধানের ২৩ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রের দায়িত্ব জনগণের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও জাতীয় ভাষা, সাহিত্য ও শিল্পকলার উন্নয়নে ব্যবস্থা গ্রহণ করা।

আইনজীবী শিহাব উদ্দিন খান জানান, বিশ্বমানের নাট্যকার, গবেষক ও নির্দেশক হিসেবে সেলিম আল দীন ‘নাট্যাচার্য’ উপাধিতে ভূষিত হয়েছিলেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ প্রতিষ্ঠা করেন। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, একুশে পদক, স্বাধীনতা পুরস্কারসহ দেশি-বিদেশি অসংখ্য সম্মাননা অর্জন করেন। পাশাপাশি তিনি বিপুল সংখ্যক নাটক রচনা করে খ্যাতি পান।

নোটিশে অভিযোগ করা হয়, প্রয়াত সেলিম আল দীনের ঘনিষ্ঠ সহযোগিতার সুযোগ নিয়ে নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, মো. কামরুল হাসান, আব্দুস সালাম ও নাসরিন সুলতানা বিলকিস তাঁর পদক, পাণ্ডুলিপি ও অন্যান্য স্মৃতিচিহ্ন নিজেদের কাছে রেখেছেন। এগুলো যথাযথভাবে সংরক্ষণ না হওয়ায় নষ্ট হচ্ছে এবং প্রদর্শনের সুযোগ না থাকায় গবেষক ও অনুরাগীরা বঞ্চিত হচ্ছেন।

নোটিশে আরও বলা হয়, সেলিম আল দীনের জন্মস্থান ফেনীতে ‘সেলিম আল দীন কেন্দ্র’ এবং এর অংশ হিসেবে ২০০৯ সাল থেকে ‘সেলিম আল দীন মিউজিয়াম’ চালু রয়েছে। এই কেন্দ্র ও জাদুঘরে অসংখ্য ভক্ত, অনুরাগী এবং দেশি-বিদেশি গবেষক নিয়মিত যাতায়াত করলেও সেখানে সেলিম আল দীনের মূল্যবান পদক, পুরস্কার ও পাণ্ডুলিপির দেখা পাওয়া যাচ্ছে না, যা সবার জন্য অত্যন্ত বেদনাদায়ক।

ব্যারিস্টার শিহাব উদ্দিন খান জানান, বিষয়টি অবগতির জন্য এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধে নোটিশের কপি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:০৮:২৯   ৩০ বার পঠিত