মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫

রাজবাড়ীর কেন্দ্রীয় হরিসভা মন্দিরের ১১১ সদস্য বিশিষ্ট্য পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ

প্রথম পাতা » সারাদেশ » রাজবাড়ীর কেন্দ্রীয় হরিসভা মন্দিরের ১১১ সদস্য বিশিষ্ট্য পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫



---

স্বপন বিশ্বাস,রাজবাড়ীঃ রাজবাড়ীর কেন্দ্রীয় হরিসভা   মন্দির এর পূর্ণাঙ্গ কমিটি অর্থ্যাৎ ১১১ সদস্য বিশিষ্ট্য কমিটি প্রকাশ করা হয়েছে।  কমিটির সভাপতি  জয়দেব কর্মকার সাধারণ সম্পাদক বেনু দত্ত কে ঘোষণা করা হয়েছে। নতুন -এ কমিটি  ঘোষণা করা  হয় আগামী  তিন বছরের জন্য (২০২৫-২০২৮)।

পুর্ণঙ্গ -এ কমিটিতে ১১জন সহ-সভাপতি, ১১জন যুগ্ম-সম্পাদক,  অন্যান্য পদসহ ৬০জন সদস্য রয়েছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর ) বিকালে কেন্দ্রীয় হরিসভা মন্দিরে নতুন কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়।   শ্রীকান্ত বিশ্বাস রাহুলের সঞ্চালনায় পরিচিত সভায় উপস্থিত ছিলেন জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট  এর আহবায়ক অশোক সরকার, জেলা পুজা উদযাপন ফ্রন্ট এর আহবায়ক অনিন্দিতা গুহ বানী,

হরিসভা মন্দির কমিটির সভাপতি  জয়দেব কর্মকার সাধারণ সম্পাদক বেনু দত্ত, কেন্দ্রীয় পুজা উদযাপন ফ্রন্ট এর সদস্য কৃষ্ণ কর্মকার। সিনিয়র সহ-সভাপতি শ্যামল পোদ্দার, যুগ্ম-সম্পাদক শুকান্ত শীল, উজ্জল সরকারসহ অনেকে।

পরিচিত সভায় জেলা পুজা উদযাপন ফ্রন্ট এর আহবায়ক অনিন্দিতা গুহ বানী বলেন, সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা বলেছে এবার দুর্গা মাকে যত তাড়াতাড়ি  বিসর্জন দেওয়া যায়। ।

জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট  এর আহবায়ক অশোক সরকার বলেন কেন্দ্রীয় হরিসভা মন্দির এর সার্বিক  উন্নয়ন করার আচ্ছাস দেন।

সভাপতি জয়দেব কর্মকার বলেন মন্দিরের সার্বিক উন্নয়নের সাথে আছি, ভবিষ্যতেও থাকবো।

ওইসময় মন্দিরের বিভিন্ন স্তরের সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮:৪৩:২৫   ৪৬ বার পঠিত