শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

পটুয়াখালী‌তে যৌথবাহিনীর অভিযানে ২‌টি অ‌বৈধ ট্রলারসহ ১২‌ জে‌লে আটক

প্রথম পাতা » অপরাধ » পটুয়াখালী‌তে যৌথবাহিনীর অভিযানে ২‌টি অ‌বৈধ ট্রলারসহ ১২‌ জে‌লে আটক
রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫



পটুয়াখালী‌তে যৌথবাহিনীর অভিযানে ২‌টি অ‌বৈধ ট্রলারসহ ১২‌ জে‌লে আটক

পটুয়াখালীতে যৌথবা‌হিনীর অ‌ভিযা‌নে ২‌টি অ‌বৈধ আ‌র্টিসনাল ট্রলিং‌বোটসহ ১২‌ জে‌লেকে আটক করা হ‌য়ে‌ছে।

রোববার (১৪ সেপ্টেম্বর) রাতে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নি‌শ্চিত ক‌রেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে নিজামপুর কোস্টগার্ড স্টেশন ও কলাপাড়া মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে কুয়াকাটা সংলগ্ন সাগর মোহনায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সেখান থে‌কে ২টি অবৈধ আর্টিসনাল ট্রলিংবোট ও প্রায় ৫০ লক্ষ টাকা মূল্যের ১০ পিস বেহুন্দী জালসহ ১২ জন জেলেকে আটক করা হয়।

পরবর্তীতে, জব্দকৃত ট্রলিংবোট থেকে সরঞ্জামাদি অপসারণ করা হয়। সেইসাথে, বোট, জাল ও আটককৃত জেলেদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহিপুর থানায় হস্তান্তর করা হয় বলেও জানান কোস্টগার্ডের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২৩:২৬:২০   ১৮ বার পঠিত