রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫

রাজবাড়ী’র নুরা পাগলের মাজারে রাসেল হত্যার আসামী ৪ হাজার, গ্রেফতার ২

প্রথম পাতা » অপরাধ » রাজবাড়ী’র নুরা পাগলের মাজারে রাসেল হত্যার আসামী ৪ হাজার, গ্রেফতার ২
বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫



---

স্বপন বিশ্বাস, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দে  নুরা পাগলের মাজারে  রাসেল মোল্লা (২৮) নিহতের ঘটনায় ৩৫০০ থেকে ৪০০০ জনকে অজ্ঞাত নামা আসামি করে মামলা দায়ের করা হয়েছে।   আব্দুল লাতিফ (৪২) ও মো. রঞ্জু (৪০) নামের দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (৯সেপ্টেম্বর) সকালে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শরিফ আল রাজিব।

সোমবার রাতে নিহত রাসেল মোল্লার বাবা আজাদ মোল্লা বাদি হয়ে গোয়ালন্দ ঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৩৫০০ থেকে ৪০০০ জনকে অজ্ঞাত নামা আসামি করা হয়েছে।

নিহত রাসেল মোল্লা গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের তেনাপচা গ্রামের আজাদ মোল্লার ছেলে।

নিহত রাসেল এর বাবা জানান, নুরা পাগলের ভক্ত ছিল রাসেল। শুক্রবার মাজারে হামলা-ভাঙচুরের সময় রাসেলের ওপর ১৫ থেকে ২০ জন কুপিয়ে পিটিয়ে হত্যা করে, অন্যান্যদের ( বাদির ভাতিজি ও বাদির ছোট ছেলে ) বিভিন্নভাবে আঘাত করে গুরুতর জখম করে। এছাড়াও  ৩০০থেকে ৪০০ জন আসামি মাজারে অবস্থানরত ভক্তদের পিটিয়ে-কুপিয়ে জখম করে, এ সময় অজ্ঞাতনামা আসামিরা দরবার শরীফের ভিতরে ও বাইরে থাকা বিভিন্ন জিনিসপত্র লুটপাটসহ দরবার শরীফের স্থাপনায় অগ্নিসংযোগ করে, নগদ টাকা, স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজিব বলেন, গোয়ালন্দ থানায় নিহত রাসেল হত্যার দায়ের একটি মামলা হয়েছে। আসামি গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:১১:৪৩   ৮ বার পঠিত