শনিবার, ৩০ আগস্ট ২০২৫

দুই জেলায় দরবার শরীফে ভাঙচুর-আগুন

প্রথম পাতা » সারাদেশ » দুই জেলায় দরবার শরীফে ভাঙচুর-আগুন
শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫



দুই জেলায় দরবার শরীফে ভাঙচুর-আগুন

রাজশাহী ও রাজবাড়ীতে দরবার শরীফে হামলা, ভাঙচুর ও আগুন দেয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহীর পবা উপজেলা ও রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিবছর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পবা উপজেলার পানিশাইল চন্দ্রপুকুর গ্রামে তিনদিনের অনুষ্ঠানের আয়োজন করে আজিজ ভাণ্ডারি খানকা শরীফ। আজ শুক্রবার তার ছিল প্রথম দিন। জুমার নামাজের পর তৌহিদী জনতা পরিচয়ে একদল লোক দরবার শরীফে হামলা চালায়। এ সময় তারা সেখানে ব্যাপক ভাঙচুর করে। পরে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে, শুক্রবার জুমার নামাজের পর গোয়ালন্দে নুরু পাগলা দরবার শরীফ ও তার বাড়িতে ভাঙচুর এবং আগুন দেয়ার ঘটনা ঘটেছে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে প্রশাসনের ৩টি গাড়িতেও আগুন ধরিয়ে দেয় হামলাকারীরা। এ সময় কয়েকজন আহত হয়। এরপর সেনাবাহিনী ও র‍্যাব ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।

প্রসঙ্গত, দরবার শরীফের একটি সাইনবোর্ড অপসারণের দাবিতে গত কয়েকদিন ধরেই ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।

বাংলাদেশ সময়: ২৩:৩৪:৩৭   ৮ বার পঠিত