পদোন্নতি পেয়ে উপসচিব হলেন ২৬৮ কর্মকর্তা

প্রথম পাতা » অন্তবর্তীকালীন সরকার » পদোন্নতি পেয়ে উপসচিব হলেন ২৬৮ কর্মকর্তা
বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫



পদোন্নতি পেয়ে উপসচিব হলেন ২৬৮ কর্মকর্তা

সরকার ২৬৮ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে উপসচিব করেছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বিসিএস ৩০তম ব্যাচের কর্মকর্তাদের সিনিয়র সহকারী সচিব থেকে উপসচিব পদে পদোন্নতি দেয়া হয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আজই পদোন্নতির সার-সংক্ষেপ অনুমোদন করা হয়েছে।

পদোন্নতির নিয়ম অনুযায়ী, একজন কর্মকর্তার উপসচিব পদে পদোন্নতি পাওয়ার জন্য সিনিয়র সহকারী সচিব পদে পাঁচ বছরের চাকরি ও মোট ১০ বছরের সরকারি চাকরির অভিজ্ঞতা থাকতে হয়। বিসিএস ৩০তম ব্যাচের কর্মকর্তারা এই যোগ্যতা অর্জন করেছিলেন ২০২২ সালের ৩ জুন। তবে দীর্ঘদিন ধরে তাদের পদোন্নতি হয়নি।

জনপ্রশাসন মন্ত্রণালয় জানায়, এই ব্যাচে মোট ২৭৭ জন কর্মকর্তা ছিলেন। পদোন্নতির যোগ্য প্রশাসন ক্যাডারের ৩১৯ জন কর্মকর্তা ও অন্যান্য ক্যাডারের ২২৩ জন কর্মকর্তা ডিএস পুলে আবেদন করেছিলেন। তাদের মধ্যে ২৬৮ জনকে পদোন্নতি দেয়া হয়েছে।

এদিকে, মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, অতিরিক্ত সচিবের ২১২ পদে ৩৫৮ জন, যুগ্ম সচিবের ৫০২ পদে ১,০২৮ জন এবং উপসচিবের অনুমোদিত ১,৪২০ পদে ১ হাজার ৪০০ জন কর্মকর্তা রয়েছেন। ফলে পদ খালি না থাকায় পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের তাদের পূর্ববর্তী পদেই দায়িত্ব পালন করতে হবে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, পদোন্নতির আদেশে উল্লেখিত কর্মস্থল হতে কোনো কর্মকর্তার দফতর বা কর্মস্থল ইতোমধ্যে পরিবর্তন হলে কর্মরত দফতরের নাম-ঠিকানা উল্লেখ করে তিনি যোগদানপত্র দাখিল করবেন। পরবর্তীতে কোনো কর্মকর্তার বিরুদ্ধে কোনো বিরুপ-ভিন্নরূপ তথ্য পাওয়া গেলে তার ক্ষেত্রে এই আদেশের প্রয়োজনীয় সংশোধন-বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

সরকারের উপসচিব পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা তাদের যোগদানপত্র সরাসরি সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয় বরাবর অথবা অনলাইনে দাখিল করতে পারবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বাংলাদেশ সময়: ২৩:৪১:৩৮   ১৭৩ বার পঠিত  




অন্তবর্তীকালীন সরকার’র আরও খবর


উপদেষ্টা পরিষদে অধ্যাদেশের খসড়া অনুমোদন গুমের শাস্তি মৃত্যুদণ্ড
ভূমির ডিজিটাল রূপান্তর একটি যুগান্তকারী পদক্ষেপ : সিনিয়র সচিব
সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের নাম ব্যবহার করে প্রতারণা, সতর্ক করলো পুলিশ
যমুনা, সচিবালয় ও আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ
বিচারপতি খুরশীদ আলম সরকারকে অপসারণ
তিন শতাধিক বিচারককে জেলা জজ হিসেবে পদোন্নতির সিদ্ধান্ত
গুম কমিশন হচ্ছে না, শক্তিশালী হচ্ছে মানবাধিকার কমিশন
বর্তমান সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক সালিশি আদালতে অভিযোগ এস আলমের
জুলাই সনদ গণভোট বিতর্ক রেখেই সুপারিশ
গুম প্রতিরোধে প্রয়োজন প্রাতিষ্ঠানিক সংস্কারও: আসিফ নজরুল

Law News24.com News Archive

আর্কাইভ