বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

প্রথম পাতা » সারাদেশ » সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
রবিবার, ১০ আগস্ট ২০২৫



---

স্বপন বিশ্বাস, রাজবাড়ীঃ গাজীপুরে সাংবাদিক তুহিনকে নির্মমভাবে কুপিয়ে  হত্যার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

শনিবার (৯আগস্ট) সকালে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়।

রাস্ট্রের চতুর্থ স্তম্ভ জাতির বিবেক পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে প্রতিনিয়ত হত্যার শিকার হচ্ছে।  তাই রাষ্ট্রের কাছে বিনিত অবরোধ করবো নির্মম সাংবাদিক তুহিন হত্যার দৃষ্টান্তমূলক বিচার দৃষ্টান্ত করে রাখতে হবে যাতে ভবিষ্যতে  সাংবাদিককে হত্যার আগে হত্যাকারিদের গা শিহরে উঠে।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল কুদ্দুস বাবু, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হিরন, যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন,  সাবেক সভাপতি এ্যাড. খান মোহাম্মদ জহুরুল হক। এছাড়াও বক্তব্য রাখেন দেবাশীষ বিশ্বাস,  কাজী টুটুল,শিশির, সোহেল রানা, আজু শিকদার সহ অনেক সাংবাদিক।

বক্তারা বলেন, হত্যাকারিদের দ্রুত গ্রেফতার  করে দ্রুত আইনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে যা দৃষ্টান্ত হয়ে থাকবে। প্রতিনিয়ত সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হত্যার শিকার হচ্ছে কিন্ত হত্যার বিচার দৃষ্টান্তমূলক হচ্ছে না। যেকারণে অনেক পরিবারই তাদের সন্তানকে এ পেশা থেকে সরে যেতে বলছে।

বাংলাদেশ সময়: ১০:৪৫:০০   ১২৫ বার পঠিত