মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

ডায়মন্ড ওয়ার্ল্ডের দিলীপ কুমার ও বাজুসের সাবেক সভাপতি দোলনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » ডায়মন্ড ওয়ার্ল্ডের দিলীপ কুমার ও বাজুসের সাবেক সভাপতি দোলনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫



ডায়মন্ড ওয়ার্ল্ডের দিলীপ কুমার ও বাজুসের সাবেক সভাপতি দোলনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সোনা চোরাচালান ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ডায়মন্ড ওয়ার্ল্ডের কারাবন্দি ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালা এবং বাংলাদেশ জুয়েলারি সমিতির (বাজুস) সাবেক সভাপতি এনামুল হক খান দোলনের পরিবারসহ মোট সাতজনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২২ জুলাই) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন।

দুদকের উপপরিচালক রেজাউল করিম আদালতে দায়ের করা আবেদনে উল্লেখ করেন, সিন্ডিকেটের মাধ্যমে সোনা চোরাচালানের মাধ্যমে হাজার কোটি টাকার মালিক হয়েছেন দিলীপ আগরওয়ালা ও এনামুল হক খান দোলন। বিষয়টি বর্তমানে দুদকের অনুসন্ধানে রয়েছে। তদন্ত চলাকালে অভিযুক্ত ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিদেশে পালিয়ে যাওয়ার শঙ্কা থাকায় তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চাওয়া হয়।

নিষেধাজ্ঞার আওতায় আসা অন্য ব্যক্তিরা হলেন— দিলীপ কুমার আগরওয়ালার স্ত্রী সবিতা আগরওয়ালা, সন্তান ইয়াশ আগরওয়ালা ও আচল আগরওয়ালা, এনামুল হক খান দোলনের স্ত্রী শারমীন খান, সন্তান আলিফ ইমরান খান ও লভিন খান। আদালত আবেদনের যৌক্তিকতা বিবেচনায় তাদের সবার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেন।

এর আগে, গত ৪ সেপ্টেম্বর গুলশান থেকে দিলীপ আগরওয়ালাকে গ্রেফতার করে র‍্যাব। বর্তমানে তিনি একাধিক মামলায় কারাবন্দি রয়েছেন। অন্যদিকে, এনামুল হক দোলনকে গত ১১ এপ্রিল বাজুস থেকে বহিষ্কার করা হয়।

দুদকের পক্ষ থেকে বলা হয়েছে, অভিযোগের বিষয়ে অনুসন্ধান চলছে এবং প্রমাণ মিললে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২৩:৫০:০৫   ১৫ বার পঠিত