![]()
স্বপন বিশ্বাস, রাজবাড়ীঃ রাজবাড়ীতে বিদ্যুৎ গ্রাহকদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে পালিয়ে যাওয়া সেই ওজোপাডিকোর মিটার রিডারম্যান মোঃ রেজাউল ইসলাম মুক্তারকে (৪৩) গ্রেফতার করেছে পুলিশ।
সে সরদ উপজেলার চর নারায়ণপুর গ্রামের মৃত সেলিম রেজার ছেলে।
বৃহস্পতিবার (১০ জুলাই) সন্ধ্যায় গাজীপুরের শিমুলতলী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
জানা যায়, রাজবাড়ীর পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম এঁর সার্বিক দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ এর
নেতৃত্বে রাজবাড়ী জেলা পুলিশের একটি আভিযানিক টিম গাজীপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতার আসামি’কে বিজ্ঞ আদালতে সোপর্দ করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৮:২১:৩৬ ১১৮ বার পঠিত