রবিবার, ২৯ জুন ২০২৫

দুদকের মামলায় খালাস পেলেন হানিফ পরিবহনের মালিক

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » দুদকের মামলায় খালাস পেলেন হানিফ পরিবহনের মালিক
সোমবার, ৭ জুলাই ২০২৫



দুদকের মামলায় খালাস পেলেন হানিফ পরিবহনের মালিক

সম্পদ বিবরণী দাখিল না করার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় খালাস পেয়েছেন হানিফ পরিবহনের মালিক মো. হানিফ মিয়া। সোমবার (৭ জুলাই) ঢাকার চার নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. রবিউল আলম এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় হানিফ মিয়া আদালতে উপস্থিত ছিলেন। রায়ের পর তার আইনজীবী বোরহান উদ্দিন সাংবাদিকদের জানান, আদালতের রায়ে তারা সন্তুষ্ট।

মামলার অভিযোগে বলা হয়, হানিফ মিয়া নিজ নামে ৩ কোটি ৩ লাখ ৫৬ হাজার টাকার স্থাবর সম্পদ ও ১ কোটি ৮০ হাজার টাকার অস্থাবর সম্পদসহ মোট প্রায় ৪ কোটি ৪ লাখ টাকার সম্পদ অর্জন করেন। এর মধ্যে ১ কোটি ৭৫ লাখ টাকার সম্পদের কোনো বৈধ উৎস দেখাতে না পারায় ২০২০ সালের ২৯ নভেম্বর তাকে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ দেয় দুদক।

৯ ডিসেম্বর সেই নোটিশ হাতে পাওয়ার পরও নির্ধারিত সময়ের মধ্যে তিনি সম্পদ বিবরণী জমা না দেওয়ায় ২০২১ সালের ৪ এপ্রিল দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলাটি দায়ের করা হয়।

মামলার তদন্ত শেষে ২০২৩ সালের ১৯ ফেব্রুয়ারি দুদকের উপপরিচালক মোহাম্মদ ইব্রাহিম আদালতে চার্জশিট দাখিল করেন। বিচারকাজ চলাকালে মামলায় সাতজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়।

উল্লেখ্য, ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায়ও হানিফ মিয়াকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। তবে পরবর্তীতে উচ্চ আদালত সেই রায় বাতিল করে তাকে খালাস দেন।

বাংলাদেশ সময়: ২২:৫০:২৭   ৭ বার পঠিত