রবিবার, ২৯ জুন ২০২৫

রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন জমায় ৮৬ বার সময় নিল সিআইডি

প্রথম পাতা » জাতীয় » রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন জমায় ৮৬ বার সময় নিল সিআইডি
বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫



রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন জমায় ৮৬ বার সময় নিল সিআইডি

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলার তদন্ত প্রতিবেদন আগামী ২৪ জুলাইয়ের মধ্যে জমা দিতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) আদেশ দিয়েছে আদালত।

মামলার তদন্ত কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার রায়হান উদ্দিন খান নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হলে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন বুধবার এই আদেশ দেন।

এ নিয়ে ২০১৬ সালের ফেব্রুয়ারিতে নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে থাকা বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ১০১ মিলিয়ন ডলার চুরির মামলায় ৮৬ বার সময় নিল সিআইডি।

চুরি যাওয়া এই অর্থের মধ্যে কমপক্ষে ৮১ মিলিয়ন ডলার ম্যানিলা-ভিত্তিক রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনের (আরসিবিসি) অ্যাকাউন্টে সরিয়ে নেওয়া হয়েছিল, যেখান থেকে তা ফিলিপাইনের ক্যাসিনোতে চলে যায়।

বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক (হিসাব ও বাজেটিং) জোবায়ের বিন হুদা ২০১৬ সালের ১৫ মার্চ মতিঝিল থানায় এ বিষয়ে মামলা করেন।এখন পর্যন্ত বাংলাদেশ আরসিবিসি থেকে ১৫ মিলিয়ন ডলার এবং শ্রীলঙ্কার একটি ব্যাংকে পাঠানো আরও ২০ মিলিয়ন ডলার উদ্ধার করেছে।

২০২২ সালের ১ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংক ৬৬ মিলিয়ন ডলার ফেরত পেতে যুক্তরাষ্ট্রের একটি আদালতে আরসিবিসির বিরুদ্ধে মামলা করে।

এদিকে, ২০২৩ সালের ২ মার্চ নিউইয়র্ক সুপ্রিম কোর্ট বাংলাদেশ ব্যাংকের ৮১ মিলিয়ন ডলারের সাইবার হ্যাকিং মামলাটি চলমান রাখার অনুমতি দেয়, তবে আরসিবিসির বিরুদ্ধে আনা কয়েকটি অভিযোগ খারিজ করে দেয়।

বাংলাদেশ সময়: ১৩:৩৮:৩৩   ৯ বার পঠিত