
ঢাকার কেরানীগঞ্জের বিশেষ কেন্দ্রীয় কারাগারে রাশেদ খান মেনন, শাহজান খান, হাসানুল হক ইনু, আনিসুল হক, সালামান এফ রহমান, কামরুল ইসলাম, ফরহাদ হোসেনসহ ৪৮ ভিআইপি বন্দিকে স্থানান্তর করা হয়েছে। দুই দফায় বিভিন্ন কারাগার থেকে ২৪ জন করে তাদের বিশেষ কারাগারে নেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিশেষ কারাগারের জেল সুপারের দায়িত্বপ্রাপ্ত তায়েব উদ্দিন। কারা সূত্র জানায়, জুলাই-আগস্টের গণহত্যার মামলায় গ্রেফতার হওয়া ডিভিশন প্রাপ্তদের পর্যায়ক্রমে এ কারাগারে স্থানান্তর করা হবে।
যেভাবে স্থানান্তর
কারা সূত্র জানায়, কার্যক্রম শুরুর দিন ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ৪৭ জন সাধারণ বন্দিকে আনা হয়। যারা মূলত এ কারাগারের রান্নাসহ যাবতীয় কাজের সঙ্গে যুক্ত। এরপর প্রথম দফায় গত ২৩ জুন সোমবার কারাগারে স্থানান্তর করা হয় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, জাহিদুল ইসলাম, এ বি এম তাজুল ইসলাম, অ্যাডভোকেট কামরুল ইসলাম, ফরহাদ হোসেনসহ ২৪ ডিভিশনপ্রাপ্ত বন্দিকে।
দ্বিতীয় দফায় গতকাল মঙ্গলবার স্থানান্তর করা হয় হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, শাজাহান খান, জুনায়েদ আহমেদ পলকসহ ২৪ জনকে। কারাগারের নির্ধারিত ভবনে তাদেরকে রাখা হয়েছে। প্রতিটি রুমে রাখা হয়েছে চার জন ডিভিশনপ্রাপ্ত বন্দিকে।
পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা
আইজি প্রিজনস ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন জানিয়েছেন, বিশেষ এই কারাগারে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। এখানে রয়েছে আধুনিক স্ক্যানিং প্রযুক্তি, যার মধ্যে রয়েছে বডি স্ক্যানার, লাগেজ স্ক্যানার ও আর্চওয়ে গেট। পুরো কারাগারটি পর্যবেক্ষণ করতে পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। এ ছাড়া বন্দিরা যাতে অবৈধ যোগাযোগ করতে না পারেন, সে জন্য থাকবে পর্যাপ্ত মোবাইল ফোন নেটওয়ার্ক জ্যামার। তিনি বলেন, বিশেষ এ কারাগারে ভিআইপি, ডিভিশনপ্রাপ্ত ও ঝুঁকিপূর্ণ বন্দিদের রাখা হবে। এ ছাড়া এমন অনেক বন্দি রয়েছে, যারা বাইরের জন্য হুমকি, সেসব বন্দিকেও রাখা হবে।
ধারণক্ষমতা
ঢাকা কেন্দ্রীয় কারাগার-৬ এর ধারণক্ষমতা ৩০০ জন। ২০২০ সালের ২৭ ডিসেম্বর উদ্বোধন হওয়া কেরানীগঞ্জের মহিলা কেন্দ্রীয় কারাগারটি নারী কর্মকর্তা ও নারীরক্ষীর অভাবে দীর্ঘদিন জনবল সংকটে ব্যবহৃত হচ্ছিল না। সেটিকেই সংস্কার করে পুরুষ বন্দিদের জন্য উপযোগী করে গড়ে তোলা হয়েছে নতুন এই বিশেষ কেন্দ্রীয় কারাগার। গত ২১ জুন থেকে বিশেষ কারাগারের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৫৬ বন্দির সাজা মওকুফ
কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দির মধ্যে ৫৬ জনের সাজা মওকুফ করে মুক্তির আদেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১২:০৫:৩১ ১২ বার পঠিত