প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতের বৈঠক সংস্কার, বিচার এবং নির্বাচনের বিষয় স্পষ্ট করার দাবি

প্রথম পাতা » অন্তবর্তীকালীন সরকার » প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতের বৈঠক সংস্কার, বিচার এবং নির্বাচনের বিষয় স্পষ্ট করার দাবি
শনিবার, ২৪ মে ২০২৫



প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতের বৈঠক

সংসদ নির্বাচনের রোডম্যাপের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে জামায়াতে ইসলামী কোন সময় বেঁধে দেই নাই বলে জানিয়েছেন দলটির আমীর ডা. শফিকুর রহমান। শনিবার যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতের বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এক প্রশ্নের জবাবে শফিকুর রহমান বলেন, নির্বাচনের রোডম্যাপের জন্য কোন সময় বেঁধে দেই নাই। যদি সংস্কার শেষ হয়ে যায় তাহলে এটা ফেব্রুয়ারির মধ্যবর্তী হতে পারে। যদি আরেকটু সময় লাগে, এরপরে যেহেতু রোজা শুরু হবে, তাহলে রোজার পরে হবে। তারপরে এটাকে টেনে লম্বা করলে কোন সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হবে না। আমাদের দেশের আবহাওয়া এটা এলাও করবে না।

তিনি বলেন, আমরা বলেছি দুটা বিষয় স্পষ্ট করা দরকার, একটা নির্বাচনটা কখন হবে। আপনি (প্রধান উপদেষ্টা) যে সময়সীমা দিয়েছেন, এই ভেতরেই? একটা সুবিধাজনক সময়ের মধ্যে নির্বাচন হওয়া উচিত বলে আমরা মনে করি। দুই, নির্বাচনের আগে অবশ্যই সংস্কার এবং বিচারের কিছু প্রক্রিয়া জনগণের সামনে আসতে হবে। সংস্কার শেষ না করে যদি কোন নির্বাচন হয়, এই নির্বাচনে জনগণ তাদের প্রত্যাশা পূরণ করতে পারবে না। আবার সব সংস্কারই এই সরকারের পক্ষে করা সম্ভবও না।

জামায়াত আমীর বলেন, মাঝে যে অস্থিরতা দেখা দিয়েছিল আপাতত দৃষ্টিতে তা কিছুটা কেটেছে। আমরা এর স্থায়ী নিষ্পত্তি চাই। আমরা মনে করি যে, দুইটা রোডম্যাপ ঘোষণা করলেই তার অনেকটাই সমাধান হয়ে যাবে। একটা হচ্ছে সংস্কারের রোডম্যাপ, আরেকট হচ্ছে নির্বাচনের রোডম্যাপ।

অন্য আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, তিনি (প্রধান উপদেষ্টা) গভীর মনোযোগ সহকারে শুনেছেন। আমাদের এটা আস্থা হয়েছে, তিনি বিষয়টা ইতিবাচকভাবে নিয়েছেন।

অন্য আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, জামায়াত কারো পদত্যাগ চায়নি। প্রধান উপদেষ্টা কি বলেছেন জানতে চাইলে শফিকুর রহমান বলেন, তিনি (প্রধান উপদেষ্টা) বলেছেন দেশ আমাদের সবাই। আমি অবশ্যই অর্থবহ, সুষ্ঠু ও স্বচ্ছ একটা নির্বাচন দিতে চাই। আমি যেনোতেনো কোন নির্বাচন দিতে চাই না। ছাত্র-জনতার গণভ্যুত্থান প্রসঙ্গে তিনি বলেন, এই বিপ্লবের কিছু দাবি ছিলো অর্থবহ কিছু সংস্কার করতে হবে এবং যারা অপরাধী তাদের বিচার হতে হবে। সংস্কার এবং বিচারের মধ্য দিয়েই একটা অর্থবহ নির্বাচন হবে। একটা সমতল মাঠ থাকবে। নির্বাচনে যারা অংশগ্রহণ করবে তাদেরকে কোন ষড়যন্ত্রের মুখোমুখি হতে হবে না।

জামায়াত আমীর ডা. শফিকুর রহমানের নেতৃত্বে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন দলের নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।

বাংলাদেশ সময়: ২৩:৫১:২০   ২৫৯ বার পঠিত  




অন্তবর্তীকালীন সরকার’র আরও খবর


উপদেষ্টা পরিষদে অধ্যাদেশের খসড়া অনুমোদন গুমের শাস্তি মৃত্যুদণ্ড
ভূমির ডিজিটাল রূপান্তর একটি যুগান্তকারী পদক্ষেপ : সিনিয়র সচিব
সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের নাম ব্যবহার করে প্রতারণা, সতর্ক করলো পুলিশ
যমুনা, সচিবালয় ও আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ
বিচারপতি খুরশীদ আলম সরকারকে অপসারণ
তিন শতাধিক বিচারককে জেলা জজ হিসেবে পদোন্নতির সিদ্ধান্ত
গুম কমিশন হচ্ছে না, শক্তিশালী হচ্ছে মানবাধিকার কমিশন
বর্তমান সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক সালিশি আদালতে অভিযোগ এস আলমের
জুলাই সনদ গণভোট বিতর্ক রেখেই সুপারিশ
গুম প্রতিরোধে প্রয়োজন প্রাতিষ্ঠানিক সংস্কারও: আসিফ নজরুল

Law News24.com News Archive

আর্কাইভ