বুধবার, ২১ মে ২০২৫

সিরাজগঞ্জে সবজি ব্যবসায়ী হত্যা মামলায় ৬ জনের মৃত্যুদণ্ড

প্রথম পাতা » প্রধান সংবাদ » সিরাজগঞ্জে সবজি ব্যবসায়ী হত্যা মামলায় ৬ জনের মৃত্যুদণ্ড
মঙ্গলবার, ২০ মে ২০২৫



সিরাজগঞ্জে সবজি ব্যবসায়ী হত্যা মামলায় ৬ জনের মৃত্যুদণ্ড

সিরাজগঞ্জের সবজি ব্যবসায়ী নাজমুল ইসলামকে অপহরণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ছয় আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আাদলত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড এবং অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। তবে সব আসামি পলাতক রয়েছে।

মঙ্গলবার (২০ মে) সকালে সিরাজগঞ্জের জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ এম আলী আহমেদ আসামিদের অনুপস্থিতিতে এ রায় দেন বলে জানান আদালতের পেশকার মনোয়ারুল ইসলাম।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- গাইবান্দার গোবিন্দগঞ্জ উপজেলার পারমুন্দিয়া গ্রামের হায়দার আলীর ছেলে খাঁজা মিয়া, একই গ্রামের হায়দার আলীর ছেলে মো. বসু, হরিনাথপুর বিষপুকুর এলাকার মৃত মনো উদ্দিনের ছেলে মো. এনামুল, দরগাপাড়ার মৃত মজিবুর সেখের ছেলে মো. মোজাহিদ, মাদারদহ পুর্বপাড়ার আব্দুর রহমান প্রধানের ছেলে সাইদুল ইসলাম এবং সাঘাটা উপজেলার রামনগর গ্রামের নজরুল ইসলামের ছেলে মিলন সরকার।

হত্যাকাণ্ডের শিকার সবজি ব্যবসায়ী নাজমুল ইসলাম নওগাঁ সদর উপজেলার কিসমত কসবা গ্রামের আব্দুর রহমানের ছেলে। ২০১৭ সালের ১২ অগাস্ট সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্বর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

মামলার বরাতে পেশকার মনোয়ারুল ইসলাম বলেন, ২০১৭ সালের ১০ অগাস্ট নওগাঁর চরগৌরী হাট থেকে সবজি নিয়ে ব্যবসায়ী নাজমুল ইসলাম ঢাকার বাইপাইল এলাকার একটি আড়তে বিক্রি করেন। ১১ অগাস্ট রাত ৩টার দিকে চন্দ্রা এলাকা থেকে একটি কালো রংয়ের মাইক্রোবাসে নাজমুল ইসলামকে অপহরণ করা হয়। এরপর পরিবারের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন অপহরণকারীরা।

১২ অগাস্ট টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেন স্বজনরা। কিন্তু সকালে তারা জানতে পারেন, সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্বর এলাকা থেকে নাজমুল ইসলামের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এরপর স্বজনরা ঘটনাস্থলে এসে লাশ শনাক্ত করেন।

এ ঘটনায় নিহতের বাবা আব্দুর রহমান বাদী হয়ে সলঙ্গা থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ সাতজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়।

মোট সাতজনকে অভিযুক্ত করা হলেও বিচার চলাকালে আসামি মো. সাইফুল ইসলাম হাজী ছয়ফুল মারা যাওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট শাকিল মোহাম্মদ শরিফুর হায়দার (রফিক সরকার)। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. আবুল কালাম আজাদ এবং স্টেট ডিফেন্স পক্ষে অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক আতা। রাষ্ট্রপক্ষের ১১ জন সাক্ষীর সাক্ষ্যের ভিত্তিতে আদালত অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত মনে করে রায় ঘোষণা করেন।

সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) রফিক সরকার বলেন, চাঞ্চল্যকর সবজি ব্যবসায়ী নাজমুল হত্যা মামলার রায়ে আজ ৬ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। তবে সব আসামি পলাতক রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৮:০১:২৮   ২৫ বার পঠিত