জয়পুরহাটে এক সন্ত্রাসীর লক্ষ ভ্রষ্ট গুলিতে প্রানে বেচে গেল ছাত্রনেতা জনতার হাতে আটক সন্ত্রাসী।

প্রথম পাতা » ড্রাফট » জয়পুরহাটে এক সন্ত্রাসীর লক্ষ ভ্রষ্ট গুলিতে প্রানে বেচে গেল ছাত্রনেতা জনতার হাতে আটক সন্ত্রাসী।
মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫



---

স্বপন সওদাগর জয়পুরহাট।


জয়পুরহাট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন কে গুলি করার সময় রিভালভার  মটর সাইকেল সহ রুবেল হোসেন (৩৫) নামেএক সন্ত্রাসী কে আটক করেছে স্থানীয়

 জনতা।

সমবার(১৪ এপ্রিল)  রাত ১০ টার দিকে পাঁচবিবি পৌর শহরের সুপার মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান,শামীম হোসেন  পাঁচবিবি শহরের সুপার মার্কেটের সামনে বসে ছিলেন।  এ সময় দুটি মটর সাইকেলে ৬ জন হেলমেট পরিহিত বহিরাগত শামীম হোসেন কে লক্ষ্য করে গুলি করলে তা,ল্যক্ষ ভ্রষ্ট হয়।


 ঐ সময়ে শামীম হোসেন চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে এসে মটর সাইকেল আরোহিদের ধাওয়া করলে, দুটি মটর সাইকেল সহ পালিয়ে যাওয়ার চেষ্টা করলে একজন মটর সাইকেল  ও রিভালভার সহ আটক করে। অন্যরা পালিয়ে যায়।

আটককৃত রুবেলকে স্থানীয়রা উত্তম / মাধ্যম দিয়ে পুলিশে দেয়।

পরে তাকে পাঁচবিবি মহিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যা জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে পুলিশের তত্বাবধানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।


শামীম হোসেনের নেতাকর্মী, সমর্থকদের অভিযোগ  শামীম হোসেন পাঁচবিবি পৌরসভার মেয়র প্রার্থী হিসেবে জনপ্রিয়ও এরই শক্রতার জের ধরে প্রতিপক্ষরা এ ঘটনা ঘটিয়েছে এমনটাই জানাযায়

গ্রেফতারকৃত রুবেলের বাড়ি ফরিদপুর।

অপরদিকে প্রশাসন সুষ্ঠু তদন্ত করে

অন্যদের গ্রেপ্তার করবেন।

বাংলাদেশ সময়: ২১:৫৭:২৩   ৪৭ বার পঠিত  




ড্রাফট’র আরও খবর


ভোলায় ধ্বংস করা হয়েছে ৯ কোটি টাকার ইয়াবা
জয়পুরহাটে এক সন্ত্রাসীর লক্ষ ভ্রষ্ট গুলিতে প্রানে বেচে গেল ছাত্রনেতা জনতার হাতে আটক সন্ত্রাসী।
সংবিধানের ৪র্থ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সাবেক আইনমন্ত্রীর ঘুসের হাট জামিন-খালাস বাণিজ্যে ধনকুবের আনিস
শোরুম খুলতে তনিকে যে শর্ত দিলেন হাইকোর্ট
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘদিন পলাতক মনির’কে গ্রেফতার করেছে র‍্যাব-১০
বিএনপি নেতা ইশরাক কারাগারে
রাজবাড়ীতে গাঁজাসহ গ্রেফতার দুজনের বিরুদ্ধে মাদক মামলা
লালমোহনে পানিতে ডুবে প্রাণ গেল শিশুর
রমজান উপলক্ষে দ্রব্য মুল্য নিয়ন্ত্রন রাখতে কৃষি বিপণন সভা

Law News24.com News Archive

আর্কাইভ