
স্বপন বিশ্বাস, রাজবাড়ীঃ
বাংলা নববর্ষ -১৪৩২ উপলক্ষ্যে রাজবাড়ী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তারের নেতৃত্বে জেলার সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এক বর্ণাঢ্য বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪এপ্রিল) আনন্দ শোভাযাত্রাটি জেলা প্রশাসকের কার্যালয়ের আম্রকানন চত্বর হতে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহিদ খুশি রেলওয়ে ময়দানে গিয়ে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারউপপরিচালক মাজহারুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক),জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ। এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, বীর মুক্তিযোদ্ধাগণ, শিক্ষার্থী, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিগণসহ সংশ্লিষ্ট অন্যান্যরা।
বাংলাদেশ সময়: ১৪:২৫:৩৯ ১৪০ বার পঠিত