বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

রাজবাড়ীর কালুখালীতে ৩ ছাত্রকে ধর্ষণচেষ্টায়, মাদ্রাসাশিক্ষক‌ আটক

প্রথম পাতা » সারাদেশ » রাজবাড়ীর কালুখালীতে ৩ ছাত্রকে ধর্ষণচেষ্টায়, মাদ্রাসাশিক্ষক‌ আটক
বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫



স্বপন বিশ্বাস, রাজবাড়ীঃ রাজবাড়ীর কালুখা‌লি‌ উপজেলায় ‌৩ ছাত্রকে ধর্ষণচেষ্টার অভিযোগে আব্দুল্লাহ আল মামুন নামে এক মাদ্রাসা শিক্ষক‌কে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (১৮মার্চ) রাতে জেলার কালুখালী  উপ‌জেলার হ‌রিণবা‌ড়িয়ার একটি মাদ্রাসা থে‌কে ওই শিক্ষক‌কে আটক করা হয়। অভিযোগের ভিত্তিতে  কালুখা‌লি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জা‌হেদুর রহমান জানান, মাদ্রাসা  শিক্ষ‌ক আব্দুল্লাহ আল মামুন ওই ৩ শিশু‌ ছাত্রকে গত ৩ মা‌স ধ‌রে বি‌ভিন্ন বাহানায় তার রু‌মে ডে‌কে ধর্ষণের চেষ্টা ক‌রে। ভ‌য়ে ওই শিশুরা তার প‌রিবার‌কে কিছু না জানা‌লেও স্থানীয়রা টের‌ পে‌য়ে ওই শিক্ষ‌ককে আটক ক‌র‌লে দোষ স্বীকার ক‌রে। প‌রে তা‌কে পু‌লি‌শের কা‌ছে তু‌লে দেয় স্থানীয়রা। ওসি মুহাম্মদ জা‌হেদুর রহমান আরও জানান, অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়েছে। এক শিশুর পরিবার থানায় এসে লিখিত অভিযোগ দি‌য়ে‌ছে। এ বিষ‌য়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১১:২১:০৯   ৬৯ বার পঠিত