
পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নে অবস্থিত পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রর স্ক্র্যাপ মালামাল চুরি ও পাচরের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তারের পর ধানখালী ইউনিয়ন জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি শামীম তালুকদারসহ (৩৭) তিনজনকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে শামীম তাদের কারাগারে প্রেরণের বিষয়টি নিশ্চিত করেছেন কলাপাড়া থানার ওসি মোহাম্মদ জুয়েল ইসলাম। এর আগে সোমবার ধানখালী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র্যাব। পরে তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
অভিযুক্ত বাকি দুই জন হলেন-রিয়াজ (২৮) ও জুয়েল (৩২)।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল ইসলাম বলেন, মঙ্গলবার সকালে শামীমকে কলাপাড়া আদালতে প্রেরণ করা হয়। শুনানী শেষে আদালত তাদের জামিন নামঞ্জুর করে পটুয়াখালী কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
পুলিশ জানায়, এ ঘটনায় গত ১২ জানুয়ারি বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ মালামাল চুরির ঘটনায় ৩৪ জনের নাম উল্লেখ করে বিদ্যুৎকেন্দ্রের ডেপুটি ম্যানেজার (অ্যাডমিন) আমিনুল ইসলাম কলাপাড়া থানায় একটি মামলা করেন। এ মামলার প্রধান আসামি ধানখালী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সোহেল মোল্লা। মামলার বেশিরভাগ আসামিই স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী। এ চক্র দীর্ঘদিন পাওয়ার প্লান্টের তার, স্টিলের পাতসহ লোহার বিভিন্ন সামগ্রী চুরি করছিল বলেও অভিযোগ করা হয়েছে মামলায়।
বাংলাদেশ সময়: ১৭:১৫:১৪ ৭৬ বার পঠিত