
ঘরের মাঠ এবং অস্ট্রেলিয়া সফরে শেষ দুই টেস্ট সিরিজ হেরে চাপে রয়েছে ভারতীয় ক্রিকেটাররা। এর মধ্যে নানা কারণে আলোচনায় উঠে এসেছে ভারত দল। দলে দেখা দিয়েছে বিশৃঙ্খলা। তাই এবার শৃঙ্খলা ফেরাতে একসঙ্গে ১০ দফা নিষেধাজ্ঞা জারি করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ শুক্রবার জানায়, বিসিসিআই এক বিজ্ঞপ্তিতে এই ১০ দফার ঘোষণা দেয়। সেখানে ঘোষিত এই গাইডলাইনগুলোকে মেনে চলতে ক্রিকেটারদের কঠোরভাবে আদেশ করে বোর্ড। এর হেরফের হলে নেমে আসতে পারে শাস্তির খড়গ। কী রয়েছে নতুন এই গাইডলাইনে? প্রথমেই জোর দিয়ে বলা হয়েছে ঘরোয়া ম্যাচে অংশগ্রহণের কথা। জাতীয় দল ও কেন্দ্রীয় চুক্তির জন্য ক্রিকেটারদের নির্বাচিত হবার লক্ষ্যে কারণে ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণ বাধ্যতামূলক। ম্যাচ ও প্র্যাকটিস সেশনে এখন থেকে দলের সঙ্গেই যাতায়াত করতে হবে রোহিতদের। সুযোগ থাকছে না পরিবারের সঙ্গে আলাদা ভ্রমণের। মেনে চলতে হবে নির্দিষ্ট ব্যাগেজের লিমিট। এমনকি বিসিসিআইয়ের অনুমতি না পাওয়া পর্যন্ত কোনো ক্রিকেটারের সঙ্গে ট্যুর বা সিরিজে যেতে পারবেন না তাদের ব্যক্তিগত স্টাফরা (ম্যানেজার, শেফ, অ্যাসিটেন্ট ও সুরক্ষা কর্মী)। সব ক্রিকেটারদের অনুশীলনে উপস্থিত থাকতেই হবে এবং দলের সঙ্গে ভ্রমণ করতে হবে। ক্রিকেটারদের বিভিন্ন সময়ে ট্যুর বা সিরিজ চলাকালীনই দেখা যায় বিজ্ঞাপনের শ্যুট করতে। এখন থেকে সেই সুযোগ থাকছেনা ভারতীয়দের। কোনো সফর কিংবা ট্যুর চলাকালীন ব্যক্তিগত শ্যুটিংয়ের অনুমতি দেয়া হবে না তাদের। ফ্যামিলি ট্রাভেল পলেসিতেও আনা হয়েছে পরিবর্তন। কোনো সফরে ৪৫ দিনের বেশি থাকলে ক্রিকেটারদের পরিবার তাদের সঙ্গে যোগ দিতে পারবেন দুই সপ্তাহর জন্য। সেসময় তাদের থাকা-খাওয়ার খরচ বহন করবে বোর্ড। এছাড়া বাকি খরচ সামলাতে হবে ক্রিকেটারকেই। কোচিং স্টাফদের দেয়া তারিখেই শুধু দেখা করতে পারবে পরিবার। সিরিজ বা সফর শেষ না হওয়া পর্যন্ত খেলোয়াড়দের থাকতে হবে দলের সঙ্গে। শাস্তির কথা জানিয়ে বোর্ড বলে, সব খেলোয়াড়দের এই গাইডলাইন কঠোরভাবে মেনে চলতে হবে। অন্যথায় শাস্তির সম্মুখীন হবেন ক্রিকেটাররা। এর মধ্যে রয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগসহ (আইপিএল) বিসিসিআইয়ের সকল টুর্নামেন্টে অংশগ্রহণে নিষেধাজ্ঞার মতো শাস্তি। সঙ্গে আর্থিক জরিমান তো আছেই।
রঞ্জি ট্রফিতে ফিরতে পারেন কোহলি
অন্যদিকে টেস্টে অনেকদিন ধরেই ব্যর্থ বিরাট কোহলি। অনেক সমালোচনার সঙ্গে চাপ রয়েছে বোর্ড থেকেও। তাই এক যুগ পর রঞ্জি ট্রফিতে দেখা যেতে পারে ভারতীয় এই ব্যাটারকে।
ভারতের গণমাধ্যমের খবর অনুযায়ী, ধারণা করা হচ্ছে আগামী ২৩শে জানুয়ারি থেকে সৌরাষ্ট্রের বিপক্ষে এলিট গ্রুপ ‘ডি’ ম্যাচের আগে দিল্লির স্কোয়াডে যোগ দিতে পারেন কোহলি। শেষ পর্যন্ত ম্যাচ না খেললেও দলের সঙ্গে অনুশীলনে থাকবেন তিনি। তবে বোর্ডের থেকে চাপের কারণে ম্যাচে দেখা যেতে পারে কোহলিকে। আর তা হলে ২০১২ -এর পর প্রথমবারের মতো রঞ্জি ট্রফিতে দেখা যাবে ভারতীয় এই ব্যাটারকে।
বাংলাদেশ সময়: ২৩:০১:৪৭ ১৪৫ বার পঠিত