কিশোরগঞ্জে ছেলের বিরুদ্ধে মায়ের মামলা

প্রথম পাতা » সারাদেশ » কিশোরগঞ্জে ছেলের বিরুদ্ধে মায়ের মামলা
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪



---

কিশোরগঞ্জ প্রতিনিধি:

নেশার টাকা ও সম্পত্তি বন্ধক দিতে  কাগজে স্বাক্ষর না দেয়ায় গর্ভধারিণী মা ও ভাইকে মারধরের অভিযোগ এনে ছেলে আবু তাহের (৩৮) বিরুদ্ধে মামলা দায়ের করেছেন হতভাগা মা হাদিছা বেগম।


সোমবার (২৩ ডিসেম্বর) মা হাদিছা বেগম ছেলে আবু তাহেরের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন কিশোরগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলগ্রহণকারী আদালতে।


হাদিছা বলেন, “আমার ছেলে প্রতিদিন নেশার টাকার জন্য চাপ দিত। টাকা না দিলে সে আমাদের মারপিট করে নির্যাতন করত। এমনকি ঘরের আসবাবপত্রসহ বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করত। তার অত্যাচারে বাড়ির সবাই অতিষ্ঠ হয়ে পড়েছি। তাই বাধ্য হয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করতে আসি”


মামলার অভিযোগে বলা হয়, ছেলে নেশাখোর বিধায় তাকে টাকা দিতে রাজি না হওয়ায় ঘটনার ২১ ডিসেম্বর সকাল ৮টায় আমার ছেলে আমার উত্তরের ভিটির বসত ঘরে প্রবেশ করে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। একপর্যায়ে একটি হলুদ কাগজে আমাকে সই করতে বলে এবং ৫০ হাজার টাকা ও কিছু জমি বন্ধক দিতে হবে বলে জানায়। আমি অস্বীকার করায় আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। একপর্যায়ে আমি চিৎকার দিলে আমাকে গলায় চাপ দিয়ে ধরে। তখন আমার বড় ছেলে আমাকে রক্ষা করতে গেলে তার ডান চোখে একটি ঘুষি মেরে ফেলে দেয়। তখন আমার ঘরে থাকা নগদ ৩০ হাজার টাকা নিয়ে যায় এবং ঘরের জিনিসপত্র ভাঙচুর করে অনুমান ১ লাখ টাকার ক্ষতি করে। আমার চিৎকারে সবাই ঘটনাস্থলে এসে দেখে ও ছেলে হুমকি দেয়- ভবিষ্যতে তার কথামতো জমি না দিলে আমাকে খুন করবে। আমার ঘটনার সাক্ষী আছে। সাক্ষীরা ঘটনা প্রমাণ করবে।


উল্লেখ্য, আমার ছেলের আচার-আচরণ খুবই খারাপ এবং নেশার জগতে সম্পূর্ণভাবে আসক্ত হয়ে পড়েছে। আমি স্থানীয় ডাক্তার দিয়ে চিকিৎসা করাই।


সদর উপজেলার বিন্নাটি ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম বলেন, বিষয়টি দুঃখজনক আমি খবর পাওয়ার পরপরই মেম্বারকে ঘটনাস্থলে পাঠাই পরে এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানতে পারে তারা ৭ ভাইয়ের মধ্যে ৬ ভাই আবু তাহের বিপক্ষে। মামলায় সাক্ষী করেন আসামির ৬ ভাইকে। তারা হলেন হারুর অর রশিদ, আবুল কালাম, রায়হান, মামুন মিয়া, নূরুল ইসলাম, খায়রুল।

বাংলাদেশ সময়: ১৬:৫৬:২৮   ১৩৭ বার পঠিত  




সারাদেশ’র আরও খবর


সেলিনা হায়াৎ আইভীর জামিন আবেদন নাকচ
রাজবাড়ীতে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র,গুলিসহ দুজন গ্রেফতার
শেখ মুজিবের কালো আইনেই আ.লীগ নিষিদ্ধ সম্ভব : অ্যাটর্নি জেনারেল
রাজবাড়ীতে কেন্দ্রীয় ও জেলা আওয়ামী লীগের নেতা ইঞ্জিনিয়ার আমজাদ হোসেন গ্রেফতার
ফরিদপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড
শামা ওবায়েদের গাড়িবহরে হামলা: ১৯ আ.লীগ নেতাকর্মী কারাগারে
সেনাবাহিনীতে চাকরি পাইয়ে দেয়ার নামে প্রতারণা, চক্রের ২ সদস্য আটক
বিশেষ অভিযানে আরও ১১৩৭ জন গ্রেপ্তার
কিশোরগঞ্জ-তাড়াইল সড়কে দুদকের অভিযান, সত্যতা মিলল না অভিযোগের
পটুয়াখালীতে ধর্ষণের শিকার জুলাই আন্দোলনে শহীদের মেয়ের আত্মহত্যা

Law News24.com News Archive

আর্কাইভ