সুনামগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থীতা ঘোষণা করলেন ব্যারিস্টার আনোয়ার

প্রথম পাতা » সারাদেশ » সুনামগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থীতা ঘোষণা করলেন ব্যারিস্টার আনোয়ার
বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪



---

সুনামগঞ্জ-৩ ( শান্তিগঞ্জ- জগন্নাথপুর) আসনে নিজেকে বিএনপি দলীয় সম্ভাব্য প্রার্থী  হওয়ার ঘোষণা দিয়েছেন সুনামগঞ্জ জেলা বিএনপির সদ্য সাবেক সহ-সভাপতি ও যুক্তরাজ্য জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি  ব্যারিস্টার আনোয়ার হোসেন।


বুধবার (১৩ নভেম্বর’২০২৪) দুপুরে শান্তিগঞ্জ উপজেলার নিজ রাজনৈতিক  কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, মাটি ও মানুষের কল্যাণের ব্রত নিয়ে যুক্তরাজ্যর সমৃদ্ধ ও আরাম আয়েশের জীবন বাদ দিয়ে দীর্ঘ এক যুগ ধরে তিনি রাজনৈতিক কর্মি হিসেবে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার তারেক রহমানেরজাতীয়তাবাদের আদর্শ বাস্তবায়নের পথ প্রান্তের ঘুরে বেড়াচ্ছেন। দলকে তৃণমূলে সুসংগঠিত করতে ও ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলন করতে গিয়ে জেল, জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন বলে উল্লেখ করেন।


তিনি বলেন, সিনিয়র নেতাদের হয়রানী ও মামলা-হামলার প্রতিবাদ করায় ২০১২ সালের নভেম্বরে আমাকে আমার দেশ অফিস থেকে গ্রেফতার করা হয়। এভাবে জাতীয়তাবাদী দলের আদর্শ প্রচারের কারণে মামলা-মোকদ্দমা দিয়ে হয়রানি করা হয়েছে আমাকে। কিন্তু এসব প্রতিকূলতা ডিঙিয়ে জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসাবে তৃণমূলে কাজ করে যাচ্ছি আমি। এখন তৃণমূলের মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়েই আগামী জাতীয় নির্বাচনে প্রার্থিতা হওয়ার ঘোষণা দিচ্ছি ।এ সময় তিনি আগামী নির্বাচনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে ওই আসনে প্রার্থী হিসেবে বিবেচনা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।  স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্থরের নেতাকর্মীরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:৫৭:৩৪   ১৪১ বার পঠিত  




সারাদেশ’র আরও খবর


রাজবাড়ীতে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র,গুলিসহ দুজন গ্রেফতার
শেখ মুজিবের কালো আইনেই আ.লীগ নিষিদ্ধ সম্ভব : অ্যাটর্নি জেনারেল
রাজবাড়ীতে কেন্দ্রীয় ও জেলা আওয়ামী লীগের নেতা ইঞ্জিনিয়ার আমজাদ হোসেন গ্রেফতার
ফরিদপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড
শামা ওবায়েদের গাড়িবহরে হামলা: ১৯ আ.লীগ নেতাকর্মী কারাগারে
সেনাবাহিনীতে চাকরি পাইয়ে দেয়ার নামে প্রতারণা, চক্রের ২ সদস্য আটক
বিশেষ অভিযানে আরও ১১৩৭ জন গ্রেপ্তার
কিশোরগঞ্জ-তাড়াইল সড়কে দুদকের অভিযান, সত্যতা মিলল না অভিযোগের
পটুয়াখালীতে ধর্ষণের শিকার জুলাই আন্দোলনে শহীদের মেয়ের আত্মহত্যা
গৃহবধূ হত্যায় দেবরের মৃত্যুদণ্ড, শ্বশুর-শাশুড়ির যাবজ্জীবন

Law News24.com News Archive

আর্কাইভ