বরিশালে দুর্নীতির মামলায় স্বামী-স্ত্রীর কারাদণ্ড

প্রথম পাতা » প্রধান সংবাদ » বরিশালে দুর্নীতির মামলায় স্বামী-স্ত্রীর কারাদণ্ড
বুধবার, ২৮ আগস্ট ২০২৪



বরিশালে দুর্নীতির মামলায় স্বামী-স্ত্রীর কারাদণ্ড

অবৈধ সম্পদ অর্জন ও মিথ্যা তথ্য দেওয়ায় ভাণ্ডারিয়া উপজেলা হিসাবরক্ষণ অফিসের অডিটর শাহনাজ পারভীন ও স্বামী মাহফুজুুর রহমানকে কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৭ আগস্ট) বিকালে বরিশাল বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মেহেদি আল মাসুদ রায় দেন। বুুধবার সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী আবুল বাশার বিষয়টি নিশ্চিত করেছেন।

রায়ে শাহনাজকে দুই ধারায় ৫ বছর কারাদণ্ডের পাশাপাশি ৪১ লাখ চার হাজার ৮৪৭ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে শাহনাজকে ৯ মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। এছাড়া শাহনাজের স্বামী মাহফুজুুরকে তিন বছর কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে মাহফুজুুরকে আরও তিনমাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় স্বামী-স্ত্রী আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। পরে তাদের বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

দণ্ডিত ভাণ্ডারিয়া উপজেলা হিসাবরক্ষণ অফিসের অডিটর শাহনাজ পারভীন ঝালকাঠির কাঠালিয়া উপজেলার পশ্চিম আউরা গ্রামের বাসিন্দা। অপর দণ্ডিত হলেন শাহনাজের স্বামী একই গ্রামের বাসিন্দা মাহফুজুুর রহমান।

আদালতের বেঞ্চ সহকারী আবুল বাশার বলেন, ২০১৭ সালের ২৭ জুলাই দুদকে দেওয়া সম্পদ বিবরণীতে শাহনাজ পারভীনের ১২ লাখ ৬৪৯ টাকার তথ্য গোপন করেন। তখন ৩৪ লাখ ২৩ হাজার ৮০০ টাকার মিথ্যা তথ্যও দেন তিনি। তারপর তদন্তে ৫০ লাখ ৬২ হাজার ৬৪৭ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের প্রমাণ মেলে। তিনি আরও বলেন, এ ঘটনায় ২০১৮ সালের ৬ আগস্ট দুদকের বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবুল হাসেম কাজী বাদী হয়ে শাহনাজকে আসামি করে মামলা করেন। মামলাটি দায়ের বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতয়ালি মডেল থানায়। তদন্ত শেষে স্ত্রীকে সহায়তার অভিযোগে মাহফুজুুরসহ শাহনাজের বিরুদ্ধে ২০১৯ সালের ১৫ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।

বাংলাদেশ সময়: ২৩:১১:০৯   ৮০ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


বিশ্ববাসী আরেকটি ‘নাকবার’ সাক্ষী হতে পারে: জাতিসংঘ
শেখ মুজিবের কালো আইনেই আ.লীগ নিষিদ্ধ সম্ভব : অ্যাটর্নি জেনারেল
হত্যা মামলায় কারাগারে সেলিনা হায়াৎ আইভী
হাসিনার বিরুদ্ধে গণহত্যার রিপোর্ট দাখিল সোমবার
গুম হওয়া বিএনপি নেতার বাসায় পরোয়ানা, সেই এসআইকে প্রত্যাহার
বিচার বিভাগ শক্তিশালী করতে ডিজিটালাইজেশনের বিকল্প নেই
‘ভারত ফের হামলা না করলে দায়িত্বজ্ঞানহীন কোনো পদক্ষেপ নেবে না পাকিস্তান’
ফরিদপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড
ভারতের হামলায় পাকিস্তানে নিহতের সংখ্যা বেড়ে ৩১
বিচারকের স্বাক্ষর জালিয়াতি করে আসামিকে জামিন, থানায় মামলা

Law News24.com News Archive

আর্কাইভ