রাতেই বসলেন আদালত, রংপুরে ৮ শিক্ষার্থীর জামিন

প্রথম পাতা » প্রধান সংবাদ » রাতেই বসলেন আদালত, রংপুরে ৮ শিক্ষার্থীর জামিন
শনিবার, ৩ আগস্ট ২০২৪



রাতেই বসলেন আদালত, রংপুরে ৮ শিক্ষার্থীর জামিন

রংপুরে চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে হওয়া সংঘর্ষের ঘটনায় গ্রেফতার হওয়া এইচএসসি পরীক্ষার্থীসহ ৮ শিক্ষার্থীকে জামিনে মুক্তি দিয়েছেন আদালত।

শুক্রবার (২ আগস্ট) রাত ১১টায় আদালতের আদেশে রংপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তারা। এর আগে রাত সাড়ে ৮টায় রংপুরের চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) এফ এম আহসানুল হক রানা তাদের জামিন মঞ্জুর করেন।

জামিনে মুক্তি পাওয়া শিক্ষার্থীরা হলেন— এইচএসসি পরীক্ষার্থী নগরীর পুরাতন ট্রাক স্ট্যান্ডের ফারুক মিয়ার ছেলে আমির হামজা আমির, কামাল কাছনা এলাকার আবু তাহেরের ছেলে তৌফিক ওমর ধ্রুব, বাবুখা এলাকার মঞ্জিল হোসেনের ছেলে আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আশরতপুরের আব্দুল মালেকের ছেলে পাভেল মিয়া, হারাগাছ থানার নিউ জুম্মাপাড়ার বিটুল মিয়ার ছেলে আল মারজান, বেনুঘাট ময়নাকুঠির হামিদুল ইসলামের ছেলে নিয়াজ আহাম্মেদ রফি, কাউনিয়া থানার বাওয়াটারীর রবিউল ইসলামের ছেলে সৌরভ মিয়া। তাদের সবার বয়স ১৬ থেকে ১৭ বছরের মধ্যে। এইচএসসি পরীক্ষা এবং বয়স বিবেচনা করে তাদের জামিন দেওয়া হয়েছে।

আমির হামজার বাবা ফারুক বলেন, ‘আমার ছেলে যদি কোনো ভুল করে থাকে তবে আমি ছেলের হয়ে ক্ষমা চাচ্ছি। সে এবার এইচএসসি পরীক্ষার্থী। তাকে যেন একেবারে মুক্তি দেওয়া হয়, সেই অনুরোধ জানাচ্ছি।’

আব্দুল্লাহ ইবনে জুবায়েরের বাবা মঞ্জিল হোসেন বলেন, ‘সরকারের কাছে দাবি, ছেলেটার নামে যেন আর মামলা-মোকদ্দমা না দেয়। হয়রানি না করে। সে একজন সাধারণ শিক্ষার্থী।’

এ বিষয়ে আইনজীবী জোবায়দুল ইসলাম বুলেট বলেন, ‘রাতে কোর্ট বসে শিক্ষার্থীদের জামিন দিচ্ছেন। এটি একটি নজিরবিহীন ঘটনা।’

বাংলাদেশ সময়: ১:৫৮:২৫   ১০১ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


বিশ্ববাসী আরেকটি ‘নাকবার’ সাক্ষী হতে পারে: জাতিসংঘ
শেখ মুজিবের কালো আইনেই আ.লীগ নিষিদ্ধ সম্ভব : অ্যাটর্নি জেনারেল
হত্যা মামলায় কারাগারে সেলিনা হায়াৎ আইভী
হাসিনার বিরুদ্ধে গণহত্যার রিপোর্ট দাখিল সোমবার
গুম হওয়া বিএনপি নেতার বাসায় পরোয়ানা, সেই এসআইকে প্রত্যাহার
বিচার বিভাগ শক্তিশালী করতে ডিজিটালাইজেশনের বিকল্প নেই
‘ভারত ফের হামলা না করলে দায়িত্বজ্ঞানহীন কোনো পদক্ষেপ নেবে না পাকিস্তান’
ফরিদপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড
ভারতের হামলায় পাকিস্তানে নিহতের সংখ্যা বেড়ে ৩১
বিচারকের স্বাক্ষর জালিয়াতি করে আসামিকে জামিন, থানায় মামলা

Law News24.com News Archive

আর্কাইভ