সম্পত্তি নিয়ে বিরোধ: ৩ ভাইবোনকে হত্যা মামলায় দু’জনের মৃত্যুদন্ড

প্রথম পাতা » শিরোনাম » সম্পত্তি নিয়ে বিরোধ: ৩ ভাইবোনকে হত্যা মামলায় দু’জনের মৃত্যুদন্ড
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪



---


মোসলেহ উদ্দীন সবুজ

চট্টগ্রাম জেলা প্রতিনিধি


চট্টগ্রামে জমি নিয়ে বিরোধে তিন ভাইবোন হত্যা মামলায় দুইজনকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত।


এছাড়া দুই লাখ টাকা অর্থদন্ডে দন্ডিত করছেন।


বৃহস্পতিবার (১৮ এপ্রিল) চট্টগ্রামের প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ কামাল হোসেন শিকদারের আদালত এ রায় দেন।


মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন নগরীর বায়েজিদ বোস্তামী থানার বালুচরা এলাকার আবুল কাশেম ওরফে জামাই কাশেম (৭০) ও ইউসুফ ওরফে বাইট্ট্যা ইউসুফ (৭০)। মামলায় অন্য আসামি মো. নাছির ও ফয়েজ মুন্না র্্যাবের ক্রসফায়ারে নিহত হওয়ায় মামলা থেকে তাদের অব্যাহতি দেওয়া হয়।



আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এমএ ফয়েজ বিষয়টি নিশ্চিত করেন।


আদালত সূত্রে জানা গেছে, নগরীর বায়েজিদ বোস্তামী থানার দক্ষিণ পাহাড়তলী এলাকায় ৩৬ শতক জমি নিয়ে বিরোধে হত্যার শিকার হন সাইফুল এবং তার ভাই আলমগীর ও বোন মনোয়ারা।


২০০৪ সালের ২৯ জুন সাইফুলের বালুচরার বাড়িতে এ হামলা চালানো হয়। আসামিদের দেখে মনোয়ারা বেগম চিৎকার দিলে তাকে প্রথমে গুলি করে ফয়েজ মুন্না। এতে মনোয়ারা ঘটনাস্থলেই মারা যান। বোনের চিৎকার শুনে আলমগীর ঘর থেকে বের হলে আসামি ইউসুফ ফয়েজ মুন্নাকে তাকে গুলি করার নির্দেশ দেন। এরপর আলমগীরকেও গুলি করেন মুন্না। আলমগীর পেটে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এরপর ঘর থেকে সাইফুল বের হলে তার কপালে, বুকে, পেটে, পিঠে ও হাতে গুলি করা হলে ঘটনাস্থলেই মারা যান তিনি।


এ ঘটনায় বায়েজিদ বোস্তামী থানায় সাইফুলের স্ত্রী আয়েশা আক্তার শিল্পী বাদি হয়ে একটি হত্যা মামলা করেন। ২০০৫ সালের ৭ ফেব্রুয়ারি মামলার তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আসামি ইউসুফ ও কাশেমের বিরুদ্ধে অভিযোগ গঠন করে ২০১৭ সালের ৫ জুলাই বিচার শুরুর আদেশ দেন আদালত।

সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে তিন ভাইবোনকে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি কাশেম ও ইউসুফকে মৃত্যুদন্ড ও প্রত্যেককে ২ লাখ টাকা অর্থদন্ডের আদেশ দেন  আদালত।

রায়ের সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। তাদেরকে মৃত্যুদণ্ডের সাজার পরোয়ানামূলে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:০৭:১৬   ১৯৪ বার পঠিত  




শিরোনাম’র আরও খবর


কিশোরগঞ্জ-তাড়াইল সড়কে দুদকের অভিযান, সত্যতা মিলল না অভিযোগের
কেন্দ্রীয় কৃষক লীগের সাংগাঠনিক সম্পাদক, রাজবাড়ীর সন্তান ডিবি পুলিশের হাতে গ্রেফতার
রাজবাড়ীতে ব্যাংক কর্মকর্তা পরিচয়ে প্রতারক চক্র এক গ্রাহকদের ৮লক্ষ টাকা আত্মসাৎ, গ্রেফতার ৪
লালমোহনে পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা সমুন্নত রাখতে সভা
স্বামী হত্যার মামলায় স্ত্রী ও প্রেমিকের মৃত্যুদণ্ড
বাগেরহাট আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির সব সদস্যের পদত্যাগ
ত্বকী হত্যা মামলায় গ্রেপ্তার ৩ জন রিমান্ডে
বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন
ভোলার লালমোহনে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নওগাঁর ধামুইরহাটে শিক্ষককে নির্যাতনের বিচার এবং শিক্ষকদের নিরাপত্তা চেয়ে শিক্ষার্থীদের মানববন্ধন

Law News24.com News Archive

আর্কাইভ