
স্বপন বিশ্বাস, রাজবাড়ীঃ
রাজবাড়ীতে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা জানুয়ারি-২০২৪ এর চুড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে।
১২০ টাকায় এজেলাতে এবার ২৬ জন নারী-পুরুষ পুলিশ ট্রেইনি রিক্রুট কনেষ্টেবল (টিআরসি) হিসেবে চাকরি পেল। এর মধ্যে ২১ জন পুরুষ ও ৫ জন নারী।
“সেবার ব্রতে চাকরি”
এই শ্লোগানে রাজবাড়ী জেলাতে নিয়োগ যোগ্য শূণ্য পদের বিপরীতে শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার মাধ্যমে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ চুড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়।
জেলার টিআরসি নিয়োগ বোর্ডের সভাপতি ও রাজবাড়ীর পুলিশ সুপার জি. এম. আবুল কালাম আজাদ, (পিপিএম) পুলিশ লাইন্স ড্রিল শেডে টিআরসি পদে নিয়োগ পরীক্ষার চুড়ান্ত ফলাফল ঘোষণা করেন। এসময় উপস্থিত ছিলেন জেলার টিআরসি নিয়োগ বোর্ডের সদস্যবৃন্দ, জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ ও নিয়োগ ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যগণ।
প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার মাধ্যমে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থী অনেকে এসময় আবেগপ্রবণ হয়ে পড়েন এবং অশ্রুসিক্ত নয়নে তাদের বাংলাদেশ পুলিশে যোগদানের অনুভূতি ব্যক্ত করেন।
উত্তীর্ণ প্রার্থীদের আগামী দিনে ‘সেবার ব্রতে চাকরি’ এই মহান ব্রতে উজ্জীবিত হয়ে, সততা দেশপ্রেম এবং কর্মনিষ্ঠার সাথে দায়িত্ব পালনের মাধ্যমে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল রাখার আহ্বান জানান পুলিশ সুপার।
বাংলাদেশ সময়: ১৯:৫৬:২৫ ১৫৭ বার পঠিত