রাজবাড়ীতে দুজন হত্যার পরিকল্পনাকারী আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার

প্রথম পাতা » শিরোনাম » রাজবাড়ীতে দুজন হত্যার পরিকল্পনাকারী আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার
মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪



---

স্বপন বিশ্বাস, রাজবাড়ীঃ

রাজবাড়ীতে দুজন হত্যার পরিকল্পনাকারীকে দুইটি দেশীয় তৈরী ওয়ান শুটারগান, চারটি তাজা গুলি ও ছয়টি অবিস্ফোরিত ককটেল বোমসহ  গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হল জেলার পাংশা উপজেলার কুঠিমালিয়াট পশ্চিমপাড়ার মৃত কাদের মন্ডলের ছেলে মোঃ কফিল উদ্দিন ওরফে কইফে (২৭) ও তার সহযোগি একই জেলার কুঠিমালিয়াট মধ্যপাড়ার মোঃ আবু বক্কর সিদ্দিকের ছেলে শাওন (২২)।

সোমবার (২৬ ফেব্রুয়ারী) জেলার পাংশা মডেল থানায় গ্রেফতার দুজনের বিরুদ্ধে 19A The Arms Act, 1878; তৎসহ 4/6 The Explosive Substances Act, 1908 ধারায় মামলা রুজু করা হয়।

জানাগেছে, গত (৮ ফেব্রুয়ারী) জেলার পাংশা থানার, পার্ট্টায় রোজিনা নামে এক গৃহবধু খুনের সাথে জড়িত শিহাব নামে একজনকে গ্রেফতার করা হয়।

জিজ্ঞাসাবাদে শিহাব জানায়, কতিপয় অস্ত্রধারী সন্ত্রাসী পাংশা এলাকায় চুক্তির মাধ্যমে খুন করার জন্য অবস্থান করছে। সুযোগবুঝে কয়েক দিনের মধ্যে তারা একাধিক ব্যক্তিকে খুন করবে।

 চাঞ্চল্যকর এমন তথ্য প্রাপ্ত হয়ে রাজবাড়ীর পুলিশ সুপার  জি.এম. আবুল কালাম আজাদ এর   সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার, (ক্রাইম এ্যান্ড অপস্)  মুকিত সরকার এর  তত্ত্বাবধানে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ  স্বপন কুমার মজুমদার নেতৃত্বে থানার এসআই (নিরস্ত্র) তারিকুল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্স অভিযান পরিচালনা করে।

অফিসার ফোর্স রবিবার (২৫ ফেব্রুয়ারী)  রাত এগারোটার দিকে পাংশার কুঠিমালিয়াট গ্রামের নাছিমা বেগম (৩৬), স্বামী- মোঃ কুদ্দুস এর বাড়ীতে অভিযান পরিচালনা করে অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়।

এরপর ব্যাপক জিজ্ঞাসাবাদে গ্রেফতার দুজন স্বীকার করে যে, পূর্ব শত্রুতার কারণে তারা আলাল ও মনিরুল ইসলাম নামে দুই জন ব্যক্তিকে হত্যা করার সুযোগ খুজছিল।

হত্যার কাজে ব্যবহারের জন্য আনা অস্ত্র-গুলি ও গুলি করার পর ভীতি সৃষ্টি করার জন্য ককটেল বোমা একটি বাজারের ব্যাগে ভরে কফিল উদ্দিন ওরফে কইফে তার খালা নাছিমা বেগমের পরিত্যাক্ত টিনের ঘরের ভিতর লুকিয়ে রেখেছে।

অতপর রাত বারোটার দিকে উপস্থিত সকালের সামনে আসামী মোঃ কফিল উদ্দিন ওরফে কইফে তার খালার পরিত্যাক্ত ঘর থেকে দুইটি দেশীয় তৈরী ওয়ান শুটারগান, চারটি তাজা গুলি ও ছয়টি অবিস্ফোরিত ককটেল বোম উদ্ধার করে

পরে মামলা রুজু করে

আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৬:২০:৩৭   ১৭৩ বার পঠিত  




শিরোনাম’র আরও খবর


কিশোরগঞ্জ-তাড়াইল সড়কে দুদকের অভিযান, সত্যতা মিলল না অভিযোগের
কেন্দ্রীয় কৃষক লীগের সাংগাঠনিক সম্পাদক, রাজবাড়ীর সন্তান ডিবি পুলিশের হাতে গ্রেফতার
রাজবাড়ীতে ব্যাংক কর্মকর্তা পরিচয়ে প্রতারক চক্র এক গ্রাহকদের ৮লক্ষ টাকা আত্মসাৎ, গ্রেফতার ৪
লালমোহনে পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা সমুন্নত রাখতে সভা
স্বামী হত্যার মামলায় স্ত্রী ও প্রেমিকের মৃত্যুদণ্ড
বাগেরহাট আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির সব সদস্যের পদত্যাগ
ত্বকী হত্যা মামলায় গ্রেপ্তার ৩ জন রিমান্ডে
বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন
ভোলার লালমোহনে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নওগাঁর ধামুইরহাটে শিক্ষককে নির্যাতনের বিচার এবং শিক্ষকদের নিরাপত্তা চেয়ে শিক্ষার্থীদের মানববন্ধন

Law News24.com News Archive

আর্কাইভ