বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা নিয়ে ব্রিফিং মেডিকেল বোর্ড সুপারিশ করলে বিদেশে নেয়ার সিদ্ধান্ত

প্রথম পাতা » জাতীয় » খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা নিয়ে ব্রিফিং মেডিকেল বোর্ড সুপারিশ করলে বিদেশে নেয়ার সিদ্ধান্ত
শনিবার, ২৯ নভেম্বর ২০২৫



মেডিকেল বোর্ড সুপারিশ করলে বিদেশে নেয়ার সিদ্ধান্ত

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার বিষয়টি শারীরিক সুস্থতার উপর নির্ভর করছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেন, বিদেশ যাওয়ার বিষয়টি নির্ভর করছে সার্বিকভাবে শারীরিক সুস্থতা, মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত এবং সুপারিশের পরিপ্রেক্ষিতে। সেই সিদ্ধান্ত পরবর্তীতে গ্রহণ করা হবে। শনিবার রাত নয়টার পর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সামনে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন অধ্যাপক জাহিদ।

জাহিদ হোসেন বলেন, দেশবাসীসহ সবাইকে আশ^স্ত করতে চাই, চিকিৎসা করার দায়িত্ব হসপাতালের, চিকিৎসক ও স্বাস্থ্য কর্মী যারা আছে তাদের। কিন্তু সুস্থ করার মালিক রাব্বুল আলামীন। মনে রাখতে হবে, চিকিৎসার ব্যাপারে উনার জন্য সারা পৃথিবীতে সবচেয়ে ভালো যে চিকিৎসা ব্যবস্থা করা প্রয়োজন, সেটি এখানে আয়োজন করা হয়েছে। মেডিকেল বোর্ড উনাকে দেশের বাইরে নিয়ে যাওয়ার ব্যাপারে যখন কোনো ধরনের পরামর্শ দেবেন, আপনাদের (সাংবাদিক) মাধ্যমে তখন আমরা সবাইকে জানাবো।তিনি বলেন, এই মুহূর্তে উনার অবস্থা অপরিবর্তিত। চিকিৎসকরা যে চিকিৎসা দিচ্ছেন তিনি তা গ্রহণ করতে পারছেন।

বাংলাদেশ সময়: ২৩:৪২:১৮   ৪১ বার পঠিত