বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫

রাজবাড়ী জেলা সনাক এর ত্রি-বার্ষিক কমিটিতে সভাপতি নির্বাচিত সাংবাদিক জাহাঙ্গীর হোসেন

প্রথম পাতা » সারাদেশ » রাজবাড়ী জেলা সনাক এর ত্রি-বার্ষিক কমিটিতে সভাপতি নির্বাচিত সাংবাদিক জাহাঙ্গীর হোসেন
বুধবার, ২৬ নভেম্বর ২০২৫



---

স্বপন বিশ্বাস, রাজবাড়ীঃ

রাজবাড়ীতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর সহযোগী প্রতিষ্ঠান সচেতন নাগরিক কমিটির (সনাক) এর  ত্রি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে।

নতুন কমিটিতে সাংবাদিক জাহাঙ্গীর হোসেন সভাপতি  নির্বাচিত হয়েছেন।  দৈনিক ভোরের রাজবাড়ী ও জনপ্রিয় অনলাইন নিউজ পোটাল রাজবাড়ী বার্তা এর সম্পাদক তিনি। রাজবাড়ী প্রেসক্লাবের সহ-সম্পাদক তিনি, সেই সাথে

কালের কন্ঠ ও একুশে টেলিভিশনের রাজবাড়ী প্রতিনিধি।  সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আজিজুল হাসান খোকা ও রাবেয়া খাতুন।

জানা গেছে, গত সোমবার (২৪ নভেম্বর) বিকেলে জেলা সনাক কার্যালয়ে অনুষ্ঠিত সনাকের সভায় আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষণা করা হয়।

এছাড়াও সহ-সভাপতি আজিজুল হাসান খোকা জেলা উদীচীর সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং সহ-সভাপতি রাবেয়া খাতুন মাঝবাড়ী জাহানারা বেগম কলেজের জীববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক।

বাংলাদেশ সময়: ১৮:০১:৪৮   ১৬১ বার পঠিত