বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫

৫ আগষ্ট পরবর্তী নতুন বাংলাদেশে পতিত ফ্যাসিস্টের কোন আস্ফালন বরদাস্ত করা হবে না — মোঃ হাসানুল বান্না চপল

প্রথম পাতা » ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন » ৫ আগষ্ট পরবর্তী নতুন বাংলাদেশে পতিত ফ্যাসিস্টের কোন আস্ফালন বরদাস্ত করা হবে না — মোঃ হাসানুল বান্না চপল
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫



---

১২ নভেম্বর ২০২৫ (বুধবার)

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা-১৬ (পল্লবী ও রূপনগর) এলাকায় কর্নেল (অব:) আব্দুল বাতেনের পক্ষে নির্বাচনী গনসংযোগ ও দাওয়াতি মিছিল অনুষ্ঠিত হয়।

রূপনগর থানা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও থানা অফিস সম্পাদক হাসান মোঃ ইউসুফ এর পরিচালনায় এবং ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য ও রূপনগর থানা আমীর *মোঃ আবু হানিফ*  এর সভাপতিত্বে  অনুষ্ঠিত মিছিল পূর্ববর্তী সমাবেশে বিশেষ আরো উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত ০৬ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী *হাসানুল বান্না চপল*,।  এছাড়া থানা কর্মপরিষদ সদস্য মোঃ নুরুল ইসলাম, দেওয়ান মোঃ শাহজাহান ও শেখ নুরুন্নবী মানিক এবং বিভিন্ন সাংগঠনিক ওয়ার্ড এর দ্বায়িত্বশীলবৃন্দ সমাবেশ ও মিছিলে উপস্থিত ছিলেন ।

বাংলাদেশ সময়: ১৬:০৩:৩৪   ৩৩ বার পঠিত